শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মুহাম্মাদ ইবনে আব্দুল করিম আল খাত্তাবি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মুহাম্মাদ ইবনে আব্দুল করিম আল-খাত্তাবি বা ইবনে আব্দুল করিম ( আরবি: محمد بن عبد الكريم الخطابي ; জন্ম: ১৮৮২/, আজদির, মরক্কো–৬ ফেব্রু., ১৯৬৩, কায়রো, মিশর ) ছিলেন একজন মরোক্কীয় রাজনৈতিক ও সামরিক নেতা এবং রিফ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি।[১][২] তাকে আধুনিক গেরিলা যুদ্ধের একজন অগ্রগামী সৈনিক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ও তার ভাই মুহাম্মাদ মরক্কোর রিফে ফরাসি ও স্প্যানিশ উপনিবেশের বিরুদ্ধে রিফিয়ান উপজাতিদের একটি জোটের নিয়ে একটি বড় আকারের বিদ্রোহের নেতৃত্ব দেন। তার গেরিলা কৌশল, যার মধ্যে আধুনিক যুদ্ধের কৌশল হিসেবে প্রথমবারের মত টানেলিংয়ের ব্যবহার অন্তর্ভুক্ত ছিল, তা সরাসরি হো চি মিন, মাও ৎসে-তুং ও চে গুয়েভারাকে প্রভাবিত করেছিল। [৩] [৪]
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads