শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মৈতৈ মণিপুরী ভাষাভাষী অনুয়ায়ী ভারতের রাজ্যসমূহ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মৈতৈ মণিপুরী বা মৈতৈ ভাষা হল চীনা-তিব্বতি ভাষাপরিবারের অন্তর্ভুক্ত কেন্দ্রীয় তিব্বতি-বর্মি ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি ভাষা।[১] উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের প্রধান ভাষা। সরকারী দপ্তরে এই ভাষা ব্যবহার করা হয়।[২][৩] মণিপুর ছাড়াও অসম, ত্রিপুরা, বাংলাদেশ ও মায়ানমারে ভাষাটি প্রচলিত। [৪] এটি ভারতীয় সরকার কর্তৃক স্বীকৃত এবং ১৯৯২ সালের সংবিধানের ৭১তম সংশোধনী দ্বারা ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ২৫তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ১৭.৬ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.১৫%।[৫] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ১০০টি সর্বাধিক প্রচলিত ভাষার বাইরে।[৬]
নিচের তালিকাটি মৈতৈ-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।
Remove ads
২০১১[৭]
জেলাভিত্তিক পরিসংখ্যান[৮]
- মণিপুর
- থৌবাল জেলা - ৪১৫৬৫৪ (৯৮.৪৬%)
- বিষ্ণুপুর জেলা - ২৩২৩৫১ (৯৭.৮৭%)
- ইম্ফল পশ্চিম জেলা - ৪৭০৮৫২ (৯০.৯১%)
- ইম্ফল পূর্ব জেলা - ৩৮৮৫৮২ (৮৫.১৯%)
- চান্দেল জেলা - ৫২৮৬ (৩.৬৭%)
- চূড়াচাঁদপুর জেলা - ৬৫৯৪ (২.৪১%)
- ত্রিপুরা
- ধলাই জেলা - ৫৫৩০ (১.৪৬%)
- উত্তর ত্রিপুরা জেলা - ৬৬০৫ (০.৯৫%)
- পশ্চিম ত্রিপুরা জেলা - ১১৪৪৩ (০.৬৬%)
- আসাম
- কাছাড় জেলা - ১০৫২৫৪ (৬.০৬%)
- হাইলাকান্দি জেলা - ১২৬৩৭ (১.৯২%)
- করিমগঞ্জ জেলা - ৮৮৮৩ (০.৭২%)
- নগাঁও জেলা - ১৮০৭১ (০.৬৪%)
- ডিমা হাসাও জেলা - ১৩৭৩ (০.৬৪%)
- নাগাল্যান্ড
- ডিমাপুর জেলা - ৫৯৬৮ (১.৫৮%)
- কোহিমা জেলা - ১৮৭৭ (০.৭০%)
Remove ads
২০০১
২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী অসমীয়াভাষীর তালিকা নিম্নরূপ:[৯][১০]
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads