শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রাউজান
বাংলাদেশের মানব বসতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রাউজান বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি রাউজান উপজেলার সদর। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। শহরটি চট্টগ্রাম জেলার চতুর্থ জনবহুল ও রাউজান উপজেলার বৃহত্তম শহরাঞ্চল। বিভাগীয় শহর বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাত্র ৩৭.২ কি.মি.[১] দূরত্বে রাউজান শহর অবস্থিত ।
Remove ads
জনসংখ্যা
বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী রাউজান শহরের মোট জনসংখ্যা ৫৯,১৪৮ জন যার মধ্যে ২৯,৫৪৬ জন পুরুষ এবং ২৯,৬০২ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০০। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ১১৪৬০ টি।[২]
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.৫২৫০৪৫° উত্তর ৯১.৯১৯৬৯৫° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৭ মিটার।[৩]
প্রশাসন
১৯৯৮ সালে রাউজান শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে রাউজান পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ১৭টি মহল্লায় বিভক্ত । ২৭.১৫ বর্গ কি.মি. আয়তনের রাউজান শহর এলাকাটি রাউজান পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৪]
শিক্ষা ব্যবস্থা
সারাংশ
প্রসঙ্গ
রাউজান শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬৩.৩ ভাগ। শহরে নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ রয়েছে:
বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
- কলেজ
- রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ
- নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ
- আশালতা কলেজ
- কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়
- গহিরা ডিগ্রী কলেজ
- হযরত ইয়াছিন শাহ্ কলেজ
- মাদ্রাসা
- গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসা
- রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা
- রাউজান মহিলা আলিম মাদ্রাসা
- কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসা
- পূর্ব গুজরা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা
- হযরত রুস্তম শাহ রহঃ মাদ্রাসা
- কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসা
- গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা
- ফতেনগর অদুদিয়া ফাজিল মাদ্রাসা
- রাউজান দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা
- উত্তর সর্ত্তা গাউছিয়া হাফেজিয়া আলিম মাদ্রাসা
- উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা
- পশ্চিম গুজরা মনিরিয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- কুণ্ডেশ্বরী বালিকা উচ্চ বিদ্যামন্দির
- এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়
- হযরত এয়াছিন শাহ্ পাবলিক উচ্চ বিদ্যালয়
- গহিরা এ জে ওয়াই এম এস বহুমুখী উচ্চ বিদ্যালয়
- দক্ষিণ গহিরা খান সাহেব আবদুল করিম উচ্চ বিদ্যালয়
- পশ্চিম গহিরা ইউনুছ সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়
- কদলপুর আইডিয়াল হাই স্কুল
- রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়
- রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন
- রাউজান রামগতি রামধন আবদুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়
- সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়
- সুলতানপুর উচ্চ বিদ্যালয়
- সুলতানপুর নন্দীপাড়া এস এম পাইলট উচ্চ বিদ্যালয়
- হারপাড়া উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এয়াছিন নগর ফকিরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুণ্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গহিরা অঙ্কুর দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গহিরা মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছত্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঢেউয়া হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গহিরা খান সাহেব আবদুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দাশপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নন্দী পাড়া এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গহিরা বিশাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম রাউজান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব গহিরা রামজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোবারকখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাউজান স্টেশন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর এয়ার মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর প্রসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর শরীফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লায়লা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads