শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

রাম সাগর এক্সপ্রেস

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

রামসাগর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি মেইল ট্রেন। রামসাগর এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন(২০১৩ সাল থেক) বন্ধ থাকার পর ২০২৩ সালের ৩০ আগস্ট থেকে পুনরায় চলাচল শুরু করেছে।[]

দ্রুত তথ্য সংক্ষিপ্ত বিবরণ, পরিষেবা ধরন ...
আরও তথ্য সান্তাহার-কাউনিয়া লাইন ...
Remove ads

ইতিহাস

২০১০ সালের ডিসেম্বর মাসে বোনারপাড়া থেকে গাইবান্ধার উপর দিয়ে দিনাজপুর পর্যন্ত রেল রুটে চলাচল শুরু করে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। বোনারপাড়া জংশন ও গাইবান্ধার রেল যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ রংপুর, দিনাজপুর যাওয়ার জন্য ট্রেনটি চালু করা হয়েছিল। সহজ ও আরামদায়ক ভ্রমণের জন্য এ ট্রেনটিতে যাত্রীদের যথেষ্ট ভিড় ছিল। এলাকাবাসীর চিকিৎসা, দিনাজপুর শিক্ষাবোর্ডের কাজ ও রংপুর বিভাগীয় শহরের কাজসহ নানা কাজে যাওয়ার সহজ ও সুবিধাজনক মাধ্যম ছিল রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। ২০১৩ সালে রেলওয়ে কর্তৃপক্ষ হঠাৎ করে ইঞ্জিন, বগী ও লোকবলের সংকট দেখিয়ে ট্রেনটির চলাচল বন্ধ করে দেয়।[] ২০২৩ সালের ৩০ আগস্ট দিনাজপুর থেকে বর্ধিত করে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গিয়ে চলাচল আবার শুরু করে।

এর ফলে গাইবান্ধাবাসী ট্রেনটির সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলো। জনগনের ব্যাপক সমালোচনার ফলে মাত্র ১৫ দিনের মাথায় পুনরায় ট্রেনটির রুট সংকোচিত করে ১৫ সেপ্টেম্বর-২০২৩ ইং থেকে পার্বতীপুর পর্যন্ত করা হয়।

Remove ads

সময়সূচি

সংক্ষিপ্তঃ

বোনারপাড়াঃ ছাড়ে-সকালঃ ৬.৩০ (রংপুরঃ ৯.৪৫)

পার্বতীপুর পৌছেঃ -সকালঃ ১১.১০

পার্বতীপুর ছাড়েঃ সন্ধ্যাঃ ৬.২০

বোনারপাড়াঃ পৌছে-রাতঃ ১১.১০

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads