শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রূপসা এক্সপ্রেস
বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রূপসা এক্সপ্রেস(ট্রেন নম্বর- ৭২৭/৭২৮) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি একটি জনপ্রিয় ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। যা বাংলাদেশ রেলওয়ে একটি অন্যতম দীর্ঘ রুট। রূপসা এক্সপ্রেস ছাড়াও খুলনা-চিলাহাটি রুটে সীমান্ত এক্সপ্রেস চলাচল করে।
Remove ads
ইতিহাস
বাংলাদেশে যে কয়েকটি দীর্ঘ রেল রুট রয়েছে তার মধ্যে খুলনা চিলাহাটি অন্যতম। ব্রডগেজে চলাচলকারী রূপসা এক্সপ্রেস উদ্বোধন হয় ৫ই মে ১৯৮৬ খ্রিস্টাব্দে।
সময়সূচী
(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)
Remove ads
যাত্রাবিরতি
(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
রোলিং স্টক
রূপসা এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়ার তৈরি পুরাতন সাদা ইনকা কোচ নিয়ে চলাচল করত ।
কিন্তু বর্তমানে ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আনা ২০১৬ সালের লাল-সবুজ পিটি ইনকা কোচ নিয়ে চলাচল করছে।
খুলনা ও চিলাহাটি উভয়প্রান্ত থেকে ২টি রেক রূপসা এক্সপ্রেস হয়ে দিনের বেলা এবং সীমান্ত এক্সপ্রেস হয়ে রাতের বেলায় চলাচল করে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads