শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রেড লাইন (দিল্লি মেট্রো)
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রেড লাইন হল দিল্লি মেট্রোর একটি মেট্রো লাইন। এই লাইটির মোট দৈর্ঘ্য ২৪.৪ কিলোমিটার (১৫.২ মাইল)। এই লাইনটির নির্মাণের পরিকল্পনা করা হয় ১৯৯৫ সালে এবং এর নির্মাণ শুরু হয় ১৯৯৮ সালে। এর পর ২০০২ সালে প্রথম রেড লাইনের একটি অংশ চালু হয়। এটি দিল্লি মেট্রোর প্রথম ও সবচেয়ে পুরানো মেট্রো লাইন এবং দেশের মধ্যে দ্বিতীয় (প্রথম কলকাতা মেট্রো এর লাইন ১) পুরানো মেট্রো লাইন। এই মেট্রো লাইনে মোট ২১টি মেট্রো স্টেশন রয়েছে। এই রেড লাইন দিল্লির পূর্ব-উত্তর অংশের সঙ্গে উত্তর এবং উত্তর- পশ্চিম অংশকে যুক্ত করেছে।[২]
Remove ads
স্টেশনের তালিকা
সারাংশ
প্রসঙ্গ
দিল্লি মেট্রোর রেড লাইনে বর্তমানে একুশটি স্টেশনে পার্কিং পরিষেবা উপলব্ধ রয়েছে।[৩][৪]
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads