শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

শেখ মুফীদ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শেখ মুফীদmap
Remove ads

আবু ʿআব্দুল্লাহ মুহ়ম্মদ ইবনে মুহ়ম্মদ ইবনে আল-নুʿমান আল-ʿউকবরী আল-বাগ়দাদী (আরবি: ابو عبد الله محمَّد بن محمَّد بن النعمان العكبري البغدادي; আনু. ৯৪৮ – ১০২২ খ্রি.), যিনি শেখ মুফীদ (الشیخ المفید) ও ইবনুল মুʿয়াল্লিম (ابن معلم) নামে অধিক পরিচিত, ছিলেন একজন প্রখ্যাত ইরাকি শিয়া মুসলিম ধর্মতাত্ত্বিক।[] তাঁর পিতা ছিলেন একজন শিক্ষক তথা মুʿয়াল্লিম, সেখান থেকে তাঁর নামকরণ করা হয় ইবনুল মুʿয়াল্লিম। ধারণা করা হয় যে তাঁর উপাধি আল-মুফীদ দ্বাদশ শিয়া ইমাম মুহম্মদ আল-মাহদী[] অথবা সুন্নি আলেম আর-রুম্মানী প্রদান করেছিলেন।[] দ্বাদশী শিয়া সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব শেখ মুফীদ ছিলেন একাধারে একজন ধর্মতাত্ত্বিক, ফকীহ ও মুতাকাল্লিম।[]

দ্রুত তথ্য শেখআবু ʿআব্দুল্লাহ মুহ়ম্মদ ইবনে মুহ়ম্মদ ইবনে আল-নুʿমান আল-ʿউকবরী আল-বাগ়দাদী, উপাধি ...

তিনি শেখ সদুক, ইবনে কুলাওয়ী, হারিস আল-মুহাসিবী ও আর-রুম্মানীর নিকট থেকে শিক্ষালাভ করেছিলেন এবং তাঁর উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলেন শরীফ মুর্তজাশেখ তুসী। তাঁর দুই শতাধিক গ্রন্থের মধ্যে মাত্র দশটি এখনও টিকে আছে যার মধ্যে আল-আমালী, আল-ইরশাদ, আল-মুকনিয়াতাশীহ আল-ইতিকাদাত অন্যতম।

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads