শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
শ্রীবিদ্যা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
শ্রীবিদ্যা (অর্থাৎ, আধ্যাত্মিক বিদ্যা[১]) হল একটি হিন্দু তান্ত্রিক মত, যে মতে মহাশক্তিকে ললিতা ত্রিপুরাসুন্দরী, ভুবনেশ্বরী ইত্যাদি রূপে পূজা করা হয়। এই রূপটির এক হাজার নাম পাওয়া যায় ললিতা সহস্রনাম স্তোত্রে। এই স্তোত্রটি শ্রীবিদ্যা ধারণার অন্তর্গত।[২] এই মহান সাধনা জাগতিক সমৃদ্ধি ও আত্ম-অনুসন্ধান উভয়ের উপরই জোর দিয়ে থাকে। শ্রীবিদ্যার সাহিত্য বেশ সমৃদ্ধ।[৩] ঋকবেদে শ্রীসূক্তে শ্রীদেবী বা মহালক্ষী যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বরীর উপাসনা করা হয় যা বৈদিক শ্রীবিদ্যাসাধনা।[৪] এই সাধনায় বামাচারী ও দক্ষিণাচারী শাখা দেখা যায়। এইসাধনা বাস্তবে গুরুমুখী।

শ্রীবিদ্যা দর্শন অনুসারে, দেবী হলেন সর্বোচ্চ উপাস্য।[৫] তাকে শ্রীযন্ত্র বা শ্রীচক্র নামে একটি ছবিতে পূজা করা হয়।[৬] শ্রীযন্ত্রের ত্রিমাত্রিক রূপটি হল মেরুচক্র। এটি পাথর, স্ফটিক বা ধাতুতে নির্মিত হয়। কোনো কোনো ক্ষেত্রে সোনায় মোড়া অষ্টধাতুর শ্রীযন্ত্রও পূজা করা হয়। শ্রীযন্ত্রের উল্লেখ বেদে আছে।[৭]
শ্রীবিদ্যা সাধনায় মন্ত্র গুরু, দেবতা ও শিষ্যকে এক করে। এই সাধনায় প্রথমে বাল-ত্রিপুরাসুন্দরী মন্ত্রে দীক্ষা দেওয়া হয়। এই মতে দেবী একটি শিশুকন্যা। এরপর পঞ্চদশাক্ষরী এবং শেষে ষোড়শী মন্ত্রে দীক্ষা হয় ও বৈদিকমতে শ্রীদেবীর দীক্ষা দেওয়া হয়।
Remove ads
পাদটীকা
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads