শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
শ্রুতি (হিন্দুধর্ম)
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
হিন্দুশাস্ত্রমালায় ধর্ম-সম্পর্কিত শ্রুত বা দৃষ্ট আদি চিন্তারাশিকে শ্রুতি বিন্যাসে বিন্যস্ত করা হয়। শাস্ত্রীয় এ মালিকাটি গঠিত হয়েছে ন্যূনতম ৭৩-গ্রন্থমালায় (৪ বেদ , ৬ বেদাঙ্গ , ১৮ ব্রাহ্মণ , ৯ আরণ্যক , ১০ উপনিষদ , ৪ উপবেদ , ২০ সংহিতা বা স্মৃতি বা নীতিশাস্ত্র ও ২ সমন্বয়ী - গীতা ও ব্রহ্মসূত্র)। শ্রুতি অর্থ "যা শ্রুত অর্থাৎ শোনা হয়েছে"। এটি হিন্দুধর্মের পবিত্র রচনাবলীর সবচেয়ে সম্মানিত অংশ হিসেবে পরিগণিত হয়। এগুলিকে দৈব রহস্যোন্মোচনের ফলে উৎপন্ন বলে ধারণা করা হয়। শ্রুতিগুলি পার্থব মুনি-ঋষিদের দ্বারা শ্রুত হয়ে পৃথিবীতে সম্প্রচারিত হয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে সাধারণ মানুষের মনে থাকা বিষয়গুলিকে "স্মৃতি" নাম দেওয়া হয়েছে। যদিও শ্রুতি রচনাগুলিকে অধিকতর কর্তৃত্বময় বলে গণ্য করা হয়, বাস্তব প্রাত্যহিক জীবনের চর্চায় স্মৃতি রচনাগুলির প্রভাবই বেশি দেখা যায়।
Remove ads
হিন্দুশাস্ত্রের শ্রুতিমালা
সারাংশ
প্রসঙ্গ
বেদ পরবর্তী এমন নামাঙ্কিত গ্রন্থগুলি ‘স্মৃতি’ নামে চিহ্নিত হলেও মূলত শ্রুতিগ্রন্থাদির ব্যাখ্যা-বিশ্লেষণাত্মক গ্রন্থ ব'লে শ্রুতিমালার ২য় বেদাঙ্গ কল্প পর্যায়ভুক্ত শ্রুতিশাস্ত্র ।[১] শ্রুতিশাস্ত্রের তুলনায় স্মৃতিশাস্ত্রের আনুশাসনিক গুরুত্ব কম ।[২] স্মৃতিশাস্ত্র বৈচিত্র্যপূর্ণ এক বিশাল শাস্ত্র-সংকলন । বেদাঙ্গ , হিন্দু মহাকাব্য , ধর্মসূত্র , হিন্দু দর্শন , পুরাণ , কাব্য , ভাষ্য এবং রাজনীতি , নৈতিকতা , সংস্কৃতি , শিল্প ও সমাজ-সংক্রান্ত বিভিন্ন ‘নিবন্ধ’ এই ধারার অন্তর্গত ।[৩][৪]
৪ বেদ
৬ বেদাঙ্গ
১৮+ ব্রাহ্মণ
- ঋগ্বেদ
- ঐতরেয় ব্রাহ্মণ
- কৌষীতকি ব্রাহ্মণ
- সামবেদ
- ষড়বিংশ ব্রাহ্মণ
- পঞ্চবিংশ ব্রাহ্মণ অথবা তান্ড্য ব্রাহ্মণ
- মন্ত্র ব্রাহ্মণ
- অদ্ভুত ব্রাহ্মণ
- সমবিধান ব্রাহ্মণ
- দৈবত ব্রাহ্মণ অথবা দেবাধ্যান ব্রাহ্মণ
- সমহিত ব্রাহ্মণ অথবা সমহিত উপনিষদ
- আর্ষেয় ব্রাহ্মণ
- বংশ ব্রাহ্মণ
- ছান্দোগ্য ব্রাহ্মণ
- জৈমিনীয় উপনিষদ্ ব্রাহ্মণ
- যজুর্বেদ
- শতপথ ব্রাহ্মণ
- তৈত্তিরীয় ব্রাহ্মণ
- প্রবার্গ ব্রাহ্মণ
- বাধুলা-অনবাখ্যান ব্রাহ্মণ
- অথর্ববেদ
৯+ আরণ্যক
- ঋগ্বেদ
- ঐতরেয় আরণ্যক
- কৌষীতকি আরণ্যক
- সামবেদ
- তলাবক্র আরণ্যক
- আরণ্যক সংহিতা
- যজুর্বেদ
- তৈত্তিরীয় আরণ্যক
- মৈত্রয়নিয় আরণ্যক
- কথা আরণ্যক
- বৃহদারণ্যক আরণ্যক (বৃহদারণ্যকোপনিষদ এই অরণ্যকের একটি অংশ)
- অথর্ববেদ
- যদিও অথর্ববেদের কোন আরণ্যক অবশিষ্ঠ নেই, তবুও পিপ্পলাদ ব্রাহ্মণের অংশকেই আরণ্যক হিসেবেও গণ্য করা হয়
১১ উপনিষদ
২০ নীতিশাস্ত্র (বেদাঙ্গান্তর্ভুক্ত কল্পশ্রেণীভুক্ত নীতিশাস্ত্র সংকলন)
২+ সর্ব-সমন্বয়ী গ্রন্থ গীতা ও ব্রহ্মসূত্র
সমন্বয়ী গীতা ১৮ অধ্যায়ে ৭০০ ও ব্রহ্মসূত্র ৪×৪=১৬ অধ্যায়ে ৫৫৫ শ্লোক বা পঙ্ক্তি ধারণ ক'রে বর্তমানে নানামুখী ব্যাখ্যাসহ বিভিন্ন ভাষাতে প্রাপ্য ।
অন্যান্য শ্রুতি
Remove ads
আরোও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads