শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
Remove ads

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেতার অবদানের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৫ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

দ্রুত তথ্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, বিবরণ ...

প্রথমবার এই পুরস্কার অর্জন করেন ডেভিড আব্রাহাম চেউলকরপ্রাণ, অমরিশ পুরি, অমিতাভ বচ্চনঅনিল কাপুর যৌথভাবে সর্বাধিক তিনবার করে এই বিভাগে পুরস্কার লাভ করেন। মশাল (১৯৮৫)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত অনিল কাপুর এই বিভাগের কনিষ্ঠতম পুরস্কার বিজেতা, অন্যদিকে কাপুর অ্যান্ড সন্স (২০১৭)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত ঋষি কাপুর এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজেতা। সাম্প্রতিক বিজয়ী সাইফ আলি খান তানহাজী (২০২০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

Remove ads

বিজয়ী ও মনোনীতগণ

সারাংশ
প্রসঙ্গ
Thumb
অভি ভট্টাচার্য জাগৃতি (১৯৫৫)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
মনমোহন কৃষ্ণ ধুল কা ফুল (১৯৫৯)-এর জন্য পুরস্কৃত হন।

[[চিত্|থাম্ব|120px|রাজ কুমার দিল এক মন্দির (১৯৬৩) ও ওয়াক্ত (১৯৬৫)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।]]

Thumb
অশোক কুমার আফসানা (১৯৬৬)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
প্রাণ উপকার (১৯৬৭), আঁসু বন গয়ে ফুল (১৯৬৯) ও বে-ঈমান (১৯৭২)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
Thumb
সঞ্জীব কুমার শিকার (১৯৬৮)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
ফিরোজ খান আদমি অউর ইনসান (১৯৭০)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
অমিতাভ বচ্চন আনন্দ (১৯৭১), নমক হারাম (১৯৭৩) ও মোহব্বতেঁ (২০০০)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
Thumb
বিনোদ খান্না হাথ কি সাফাই (১৯৭৪)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
প্রেম চোপড়া দো অনজানে (১৯৭৬)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
শ্রীরাম লাগু ঘরোঁন্দা (১৯৭৭)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
আমজাদ খান দাদা (১৯৭৯) ও ইয়ারানা (১৯৮১)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
ওম পুরি আক্রোশ (১৯৮০)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
অনিল কাপুর মশাল (১৯৮৪), তাল (১৯৯৯) ও দিল ধড়কনে দো (২০১৫)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
Thumb
অমরিশ পুরি মেরি জঙ্গ (১৯৮৫), ঘাতক (১৯৯৬) ও বিরাসত (১৯৯৭)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
Thumb
অনুপম খের বিজয় (১৯৮৮)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
নানা পাটেকর পরিন্দা (১৯৮৯)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
মিঠুন চক্রবর্তী অগ্নিপথ (১৯৯০)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
ড্যানি ডেনজংপা সনম বেওয়াফা (১৯৯১) ও খুদা গাওয়াহ (১৯৯২)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
সানি দেওল দামিনী (১৯৯৩)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
জ্যাকি শ্রফ ১৯৪২: আ লাভ স্টোরি (১৯৯৪) ও রঙ্গিলা (১৯৯৫)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
অভিষেক বচ্চন যুবা (২০০৪), সরকার (২০০৫) ও কভি আলবিদা না কেহনা (২০০৬)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
Thumb
নওয়াজুদ্দীন সিদ্দিকী দ্য লাঞ্চবক্স (২০১৩)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
কে কে মেনন হায়দার (২০১৪)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
ঋষি কাপুর কাপুর অ্যান্ড সন্স (২০১৬)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
রাজকুমার রাও বরেলি কি বর্ফী (২০১৭)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
গজরাজ রাও বাধাই হো (২০১৮)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
ভিকি কৌশল সঞ্জু (২০১৮)-এর জন্য পুরস্কৃত হন।

১৯৫০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেতা ...

১৯৬০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেতা ...

১৯৭০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেতা ...

১৯৮০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেতা ...

১৯৯০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেতা ...


২০১০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেতা ...

২০১০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেতা ...

২০২০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেতা ...
Remove ads

বিজয়ের পরিসংখ্যান

একাধিকবার বিজয়ী

৩ বার
২ বার

একাধিকবার মনোনীত

৯ বার
৮ বার
৭ বার
৬ বার
৫ বার
৪ বার
৩ বার
২ বার

বয়ঃক্রমিক পরিসংখ্যান

আরও তথ্য রেকর্ড, অভিনেতা ...
Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads