শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
Remove ads

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৫ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

দ্রুত তথ্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, বিবরণ ...

প্রথমবার এই পুরস্কার অর্জন করেন ঊষা কিরণনিরূপা রায়, ফরিদা জালাল, জয়া বচ্চন, রানী মুখার্জীসুপ্রিয়া পাঠক যৌথভাবে সর্বাধিক তিনবার করে এই বিভাগে পুরস্কার লাভ করেন। ব্ল্যাক (২০০৫)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত আয়েশা কাপুর এই বিভাগের কনিষ্ঠতম পুরস্কার বিজেতা, অন্যদিকে বাধাই হো (২০১৮)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত সুরেখা সিক্রি এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজেতা। সাম্প্রতিক বিজয়ী ফররুখ জাফর গুলাবো সিতাবো (২০২০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন, তিনি এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজেতা।।

Remove ads

বিজয়ী অভিনেত্রী

Thumb
নিরূপা রায় মুনিমজী (১৯৫৫), ছায়া (১৯৬১) ও সেহনাই (১৯৬৪)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
Thumb
সিমি গারেওয়াল দো বদন (১৯৬৬) ও সাথী (১৯৬৮)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
Thumb
ফরিদা জালাল পারস (১৯৭১), হেনা (১৯৯১), ও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
Thumb
রাখী দাগ (১৯৭৩) ও রাম লখন (১৯৮৯)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
Thumb
সুপ্রিয়া পাঠক কলিযুগ (১৯৮১), বাজার (১৯৮২) ও গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা (২০১৩)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
Thumb
অরুণা ইরানি পেট প্যায়ার অউর পাপ (১৯৮৪) ও বেটা (১৯৯২)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
Thumb
সোনু ওয়ালিয়া খুন ভরি মাঙ্গ (১৯৮৮)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
অমৃতা সিং আয়না (১৯৯৩)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
ডিম্পল কপাড়িয়া ক্রান্তিবীর (১৯৯৪)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
রেখা খিলাড়িওঁ কা খিলাড়ি (১৯৯৬)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
কারিশমা কাপুর দিল তো পাগল হ্যায় (১৯৯৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
রানী মুখার্জী কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), যুবা (২০০৪), ও নো ওয়ান কিলড জেসিকা (২০১১)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
Thumb
সুস্মিতা সেন বিবি নাম্বার ওয়ান (১৯৯৯)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
জয়া বচ্চন ফিজা (২০০০), কভি খুশি কভি গম... (২০০১), ও কাল হো না হো (২০০৩)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
Thumb
মাধুরী দীক্ষিত দেবদাস (২০০২)-এর চন্দ্রমুখী চরিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন। তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই চরিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে পুরস্কৃত হন।
Thumb
আয়শা কাপুর ব্ল্যাক (২০০৫)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
কঙ্কনা সেন শর্মা ওমকারা (২০০৬) ও লাইফ ইন আ... মেট্রো (২০০৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
কঙ্গনা রানাওয়াত ফ্যাশন (২০০৮)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
কাল্কি কেকল্যাঁ দেব.ডি (২০০৯)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
কারিনা কাপুর উই আর ফ্যামিলি (২০১০)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
অনুষ্কা শর্মা জব তক হ্যায় জান (২০১২)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
তাবু হায়দার (২০১৪)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
প্রিয়াঙ্কা চোপড়া বাজীরাও মস্তানী (২০১৫)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
শাবানা আজমি নীরজা (২০১৬)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
মেহের বিজ সিক্রেট সুপারস্টার (২০১৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
সুরেখা সিকরি বাধাই হো (২০১৮)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
Thumb
অমৃতা সুভাষ গল্লি বয় (২০১৯)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
  • গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।

১৯৫০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেত্রী ...

১৯৬০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেত্রী ...

১৯৭০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেত্রী ...

১৯৮০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেত্রী ...

১৯৯০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেত্রী ...

২০০০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেত্রী ...

২০১০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেত্রী ...

২০২০-এর দশক

আরও তথ্য বছর (আয়োজন), অভিনেত্রী ...
Remove ads

বিজয়ের পরিসংখ্যান

আরও তথ্য সর্বাধিক, অভিনেত্রী ...
Remove ads

একাধিকবার বিজয়ী

  • ৩টি বিজয়: নিরূপা রায়, ফরিদা জালাল, জয়া বচ্চন, রানী মুখার্জী, সুপ্রিয়া পাঠক
  • ২টি বিজয়: শশীকলা, সিমি গারেওয়াল, রাখী, রোহিণী হট্টঙ্গডি, অরুণা ইরানী, কঙ্কনা সেন শর্মা

একাধিকবার মনোনীত

Remove ads

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads