শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সহস্রাব্দ
এক হাজার বছর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
এক সহস্রাব্দ হল এক হাজার বছরের সময়কাল৷[১] এটি মূলত এক হাজার বছরের সময়কে বুঝায়, বর্ষপঞ্জিতে যা সাধারণত ১ থেকে শুরু হয় এবং এক হাজার বছর পর এর সমাপ্তি ঘটে। এই শব্দটি যে কোন তারিখের শুরু থেকে এর কালান্তরকেও বুঝিয়ে থাকে।

ব্যুৎপত্তি
ইংরেজিতে একে মিলেনিয়াম বা (Millennium) বলে। ইংরেজি শব্দ মিলেনিয়াম ল্যাটিন mille, হাজার, এবং annus, বছর থেকে এসেছে। বাংলাতেও শব্দটি সংস্কৃত 'সহস্র' (হাজার) ও 'অব্দ' (বছর) এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে।
আরও দেখুন

উইকিঅভিধানে সহস্রাব্দ শব্দটি খুঁজুন।

উইকিমিডিয়া কমন্সে সহস্রাব্দ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বর্ষপঞ্জির তালিকা
- শতাব্দী ও সহস্রাব্দের তালিকা
- দশক
- শতাব্দী
- সন ২০০০ সমস্যা
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads