শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বছর

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বছর
Remove ads

এক বছর বলতে সূর্যকে ঘিরে কক্ষপথে পৃথিবী ঘোরার সময় একই ঘটনা দুইবার ঘটার মধ্যে সময়ের ব্যবধানকে বোঝায়। যেকোন গ্রহের ক্ষেত্রেই এই সংজ্ঞা প্রযোজ্য। যেমন - মঙ্গল গ্রহের বছর বলতে মঙ্গল গ্রহের জন্য এক বছরকে বোঝায়।

Thumb
একবছর দিনের নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থান বদল ইলাস্ট্রেশন

প্রতীক

সারাংশ
প্রসঙ্গ

প্রতীক a

এসআই উপসর্গ গুণক

Ka বা কিলোবর্ষ (kiloannus জন্য), এক হাজার (১০) বছর সমান সময়ের একটি একক

Ma বা মেগাবর্ষ (megaannus-এর জন্য), দশ লক্ষ (১০) বছর সমান সময়ের একটি একক।

Ga বা গিগাবর্ষ (gigaannus-এর জন্য), একশো কোটি (১০) বছর সমান সময়ের একটি একক।

Ta বা টেরাবর্ষ (teraannus-এর জন্য), এক লক্ষ কোটি (১০১২) বছর সমান সময়ের একটি একক।

Pa বা পিটাবর্ষ (petaannus-এর জন্য), দশ কোটি কোটি (১০১৫) বছর সমান সময়ের একটি একক।

Ea বা এক্সাবর্ষ (exaannus-এর জন্য), দশ হাজার কোটি কোটি (১০১৮) বছর সমান সময়ের একটি একক।

প্রতীকসমূহ y এবং yr

এসআই সংক্ষেপ নয়এসআই-পূর্বনির্ধারিত সমতুল্যমাত্রার ক্রম
kyrka
  • হাজার বছর
myrMa
  • দশ লাখ বছর
byrGa
  • শত কোটি বছর
kya বা tya"ka ago"
  • হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব, আনু.২০০ kya
  • Out-of-Africa migration, আনু.৬০ kya
  • সর্বশেষ বরফতুল্য সর্বোচ্চ, আনু.২০ kya
  • নিওলিথিক বিপ্লব, আনু.১০ kya
mya"Ma ago"
  • প্যালিওলিথিক, ৫.৩ থেকে ২.৬ mya
    • সর্বশেষ ভূচৌম্বকীয় বিপরীতমুখী ছিল ০.৭৮ mya[]
    • (Eemian Stage) তুষার যুগ শুরু হয়েছে ০.১৩ mya
  • হলোসিন শুরু হয়েছে ০.০১ mya
bya বা gya"Ga ago"
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads