শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সার্বীয় ভাষা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সার্বীয় ভাষা
Remove ads

সার্বীয় ভাষা হল মূলত সার্বদের দ্বারা ব্যবহৃত সার্বো-ক্রোয়েশীয় ভাষার মান্য বা প্রমিত সংস্করণ।[][১০][১১] এটি সার্বিয়ার সরকারি ও জাতীয় ভাষা, বসনিয়া ও হার্জেগোভিনার তিনটি সরকারি ভাষার একটি এবং মন্টিনিগ্রোর সহ-আধিকারিক ভাষা, যেখানে এটি জনসংখ্যার আপেক্ষিক সংখ্যাগরিষ্ঠদের দ্বারা কথিত।[১২] এটি ক্রোয়েশিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রের স্বীকৃত সংখ্যালঘু ভাষা।

দ্রুত তথ্য সার্বীয়, উচ্চারণ ...

মান্য বা প্রমিত সার্বীয় ভাষা সার্বো-ক্রোয়েশীয়ের সর্বাধিক বিস্তৃত উপভাষা শ্‌তোকাভিয়ানের উপর ভিত্তি করে গঠিত হয়েছে (আরও বিশেষত শুমাদিয়া-ভয়ভদিনা ও পূর্ব হার্জেগোভিনার[১৩] উপভাষার উপর ভিত্তি করে), যা মান্য বা প্রমিত ক্রোয়েশীয়, বসনীয় ও মন্টিনিগ্রীয় সংস্করণসমূহের ভিত্তি[১৪] এবং তাই ক্রোয়াট, বশনিয়াক, সার্বমন্টিনিগ্রীয়দের সাধারণ ভাষার ঘোষণাটি ২০১৭ সালে প্রস্তাবিত হয়।[১৫][১৬] সার্বদের দ্বারা উচ্চারিত অন্যান্য উপভাষা হল দক্ষিণ-পূর্ব সার্বিয়ার তরলাকীয়, যা পূর্বদিকে ম্যাসেডোনীয় ও বুলগেরীয়তে রূপান্তরিত হয়েছে।

সার্বীয় হল কার্যত একমাত্র ইউরোপীয় মান্য বা প্রমিত ভাষা, যার ভাষাভাষীরা সিরিলীয় ও লাতিন উভয় বর্ণমালা ব্যবহার করে পুরোপুরি কার্যকরীভাবে ডিগ্রাফিক হয়।[১৭] সার্বীয় সিরিলীয় বর্ণমালা ১৮১৪ সালে সার্বীয় ভাষাতত্ত্ববিদ ভুক কারাজিচ্য তৈরি করেন। তিনি ল্যুদেভিত গায়-এর ক্রোয়েশীয় লাতিন বর্ণমালা দেখে এবং ইয়ের্নেয় কোপিতার ও সাভা মর্কাল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে 'এক ধ্বনি, এক বর্ণ' নীতির ভিত্তিতে বর্ণমালাটি তৈরি করেন।

Remove ads

টীকা

  1. Kosovo is the subject of a territorial dispute between the Republic of Serbia and the Republic of Kosovo. The latter declared independence on 17 February 2008, but Serbia continues to claim it as part of its own sovereign territory. Kosovo's independence has been recognized by 111 out of ১৯৩ United Nations member states.

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads