শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সুভদ্রা
কৃষ্ণের বোন, অর্জুনের স্ত্রী এবং অভিমন্যুর মা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সুভদ্রা (সংস্কৃত: सुभद्रा) হলেন হিন্দু মহাকাব্য মহাভারতের এবং ভাগবত পুরাণের মতো প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে উল্লেখিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি কৃষ্ণের ভগিনী, অর্জুনের স্ত্রী(পত্নী) এবং অভিমন্যুর মাতা।[১] সুভদ্রা পুরীর জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণ (জগন্নাথ হিসাবে) এবং বলরাম (বা বলভদ্র) সহ পূজিত তিন দেবতার মধ্যে একজন। বার্ষিক রথযাত্রার একটি রথ তাঁকে উৎসর্গ করা হয়।
Remove ads
ব্যুৎপত্তি এবং এপিথেটস
'সু' ও 'ভদ্র' দুটি শব্দের সমন্বয়ে 'সুভদ্রা' শব্দটি গঠিত। অনেক পণ্ডিত এই নামটিকে 'মহিমান্বিত', 'সৌভাগ্যবান', 'অপূর্ব' বা 'শুভ' ভাষায় অনুবাদ করেছেন।[২]
- চিত্রা (चित्रा) - পাঠ্য হরিবংশ তাঁর জন্ম নাম হিসাবে চিত্রা (আক্ষরিক অর্থে: উজ্জ্বল, পরিষ্কার, চমৎকার বা রঙিন) উল্লেখ করেছে।[৩]
- ভদ্রা (भद्रा) - বলভদ্রের বোন [৪]
- বীর সোদ্রি (वीर सोदरी) - একজন বীরের বোন (কৃষ্ণ)
- বীর পত্নী (वीर पत्नी) - একজন বীরের স্ত্রী (অর্জুন)
- বীর মাতা (वीर माता) - একজন বীরের মা (অভিমন্যু)
- বলরাম সোদ্রি (बलराम सोडारी) - বলরামের বোন [৪]
সুভদ্রাকে প্রায়শই বৃষ্ণী দেবী একানংশা দ্বারা চিহ্নিত করা হয়, এবং এইভাবে এটি তাঁর অন্য নাম হিসাবে বিবেচিত হয়।[৫][৬]
Remove ads
জন্ম
কৃষ্ণের পিতা বসুদেবের ঔরসে রোহিণীর গর্ভে তাঁর জন্ম হয়। তাই, তিনি ছিলেন বলরামের সহোদরা এবং কৃষ্ণের বৈমাত্রেয় বোন।
বিবাহ

অর্জুন ব্রহ্মচর্যব্রত পালন করে ঘুরতে ঘুরতে দ্বারকায় আসেন। পরে এক উৎসব উপলক্ষে কৃষ্ণের সাথে ইনি রৈবত পর্বতে যান। সেখানে অর্জুনকে যাদবরা সংবর্ধনা দেন। উক্ত অনুষ্ঠানে অর্জুন সুভদ্রাকে দেখে মুগ্ধ হন। অর্জুনের মনোভাব জানতে পেরে কৃষ্ণ এই বিবাহে সাহায্য করার অঙ্গীকার করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সুভদ্রা যখন ঘরে ফিরছিলেন তখন কৃষ্ণের পরামর্শে অর্জুন সুভদ্রাকে অপহরণ করে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসেন। এতে বলরাম ক্ষুব্ধ হয়ে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ যাত্রার আয়োজন করলে, কৃষ্ণ তাঁকে নিবৃত্ত করেন। পরে দ্বারকায় সত্যভামার উদ্যোগে মহাসমারোহে অর্জুনের সাথে সুভদ্রার বিবাহ হয়।
অভিমন্যু
অর্জুনের ঔরসে সুভদ্রার গর্ভে অভিমন্যু নামক পুত্রের জন্ম হয়। পাণ্ডবদের বনবাসকালে তিনি অভিমন্যুকে নিয়ে দ্বারকায় পিত্রালয়ে বসবাস করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি দ্রৌপদীর সাথে পাণ্ডব শিবিরে বসবাস করতেন। মহাপ্রস্থানের সময় পাণ্ডবরা অভিমন্যুর পুত্র (সুভদ্রার পৌত্র) পরীক্ষিতকে রাজ্যাভিষিক্ত করেন এবং সুভদ্রার উপর ধর্মরক্ষার ভার দিয়ে যান।
মৃত্যু
পরীক্ষিৎ সিংহাসনে বসার পর, স্বর্গে যাওয়ার সময়, যুধিষ্ঠির তাঁর নাতি দ্বারা শাসিত হস্তিনাপুর এবং তাঁর ভাই কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ দ্বারা শাসিত ইন্দ্রপ্রস্থ উভয় রাজ্যকে সামঞ্জস্যপূর্ণ রাখার দায়িত্ব দেন। কীভাবে এবং কখন তিনি মারা যান সে সম্পর্কে কোনও নির্দিষ্ট উল্লেখ নেই তবে এটি বিশ্বাস করা হয় যে, দ্রৌপদীর সাথে পাণ্ডবরা স্বর্গে পৌঁছানোর পরে, সুভদ্রা এবং তাঁর পুত্রবধূ (উত্তরা) তাঁদের বাকি জীবন সন্ন্যাসী হিসাবে থাকার জন্য বনে গিয়েছিলেন।[৭]
Remove ads
জনপ্রিয় সংস্কৃতিতে
- বলদেব রাজ চোপড়ার ধারাবাহিক মহাভারত (১৯৮৮) এ, সুভদ্রা চরিত্রে অভিনয় করেছিলেন অলোকা মুখার্জি।
- হিন্দি টিভি সিরিজ কৃষ্ণে সুভদ্রা চরিত্রে অভিনয় করেছিলেন সোনিয়া কাপুর।
- স্টার প্লাসের ২০১৩-এর টিভি ধারাবাহিক মহাভারতে সুভদ্রার চরিত্রে অভিনয় করেছিলেন বীভা আনন্দ।
- স্টার ভারত - এর জনপ্রিয় ধারাবাহিক রাধাকৃষ্ণে, সুভদ্রা চরিত্রে অভিনয় করেছেন আঁচল গোস্বামী।
আরও দেখুন
গ্রন্থপঞ্জি
- Monier-Williams, Sir Monier; Leumann, Ernst; Cappeller, Carl (১৮৯৯)। A Sanskrit-English Dictionary: Etymologically and Philologically Arranged with Special Reference to Cognate Indo-European Languages (ইংরেজি ভাষায়)। Motilal Banarsidass Publishing House। আইএসবিএন ৯৭৮-৮১-২০৮-৩১০৫-৬।
{{বই উদ্ধৃতি}}
: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য) - Mani, Vettam (১৯৭৫)। Puranic Encyclopedia: A Comprehensive Work with Special Reference to the Epic and Puranic Literature (ইংরেজি ভাষায়)। Motilal Banarsidass। আইএসবিএন ৯৭৮-৮১-২০৮-০৫৯৭-২।
- Ph.D, Lavanya Vemsani (১৩ জুন ২০১৬)। Krishna in History, Thought, and Culture: An Encyclopedia of the Hindu Lord of Many Names: An Encyclopedia of the Hindu Lord of Many Names (ইংরেজি ভাষায়)। ABC-CLIO। আইএসবিএন ৯৭৮-১-৬১০৬৯-২১১-৩।
- Ganguli, Kisari Mohan (১৮৮৩)। "The Mahabharata, Book 1: Adi Parva: Subhadra-harana Parva: Section CCXXI"। www.sacred-texts.com। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২০।
- Hawley, John Stratton; Wulff, Donna Marie (১৯৮২)। The Divine Consort: Rādhā and the Goddesses of India (ইংরেজি ভাষায়)। Motilal Banarsidass Publishe। আইএসবিএন ৯৭৮-০-৮৯৫৮১-১০২-৮।
- Srivastava, Diwaker Ikshit (১১ ডিসেম্বর ২০১৭)। Decoding the Metaphor Mahabharata (ইংরেজি ভাষায়)। One Point Six Technology Pvt Ltd। আইএসবিএন ৯৭৮-৯৩-৫২০১-০০০-৪।
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads