শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

হাউমেয়া

বামন গ্রহ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হাউমেয়া
Remove ads

হাউমেয়া (ইংরেজি ভাষায়: Haumea; পূর্বে ২০০৩ ইএল৬১ নামে পরিচিত ছিল; প্রতীক: 🝻)[২১] কাইপার বেষ্টনীর একটি বামন গ্রহ যার ভর প্লুটোর প্রায় এক তৃতীয়াংশ। বিশাল সাংঘর্ষিক পরিবারের সদস্য হিসেবে পরিচিত এই বস্তুটি আবিষ্কার করেছে স্পেনের জোসে লুইস অর্টিজ মোরেনো গ্রুপ (José Luis Ortiz Moreno) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক ই ব্রাউন গ্রুপ । মোরেনো গ্রুপ স্পেনের সিয়েরা নেভাদা অবজারভেটরিতে কাজ করার সময় আবিষ্কারটি করেছে আর ব্রাউন গ্রুপের আবিষ্কারটি সম্পন্ন হয়েছে ক্যালটেকে। এমপিসি মোরেনোর গ্রুপকে আবিষ্কারের কৃতিত্ব দিয়েছে। কারণ তারাই আগে ঘোষণা দিয়েছিল।

দ্রুত তথ্য আবিষ্কার, আবিষ্কারক ...

কিউবিওয়ানো তথা কাইপার বেষ্টনীস্থিত চিরায়ত বস্তগুলোর মধ্যে এই বস্তুটি বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কারণে স্বাতন্ত্র্য অর্জন করেছে। বৈশিষ্ট্যগুলো হল: দুইটি চাঁদ, অতি উচ্চ দ্রাঘন এবং পৃষ্ঠে কেলাসিত বরফ জল থাকার কারণে সৃষ্ট অতিরিক্ত প্রতিফলন অনুপাত। অনেক আগের একটি সংঘর্ষের কারণে সৃষ্ট সাংঘর্ষিক পরিবারের সদস্যগুলোর মধ্যে একে সর্ববৃহৎ বলে ধরে নেয়া হয়েছে। এই সংঘর্ষের কারণেই ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলোর জন্ম হয়েছিল।

Thumb
হাউমেয়ার আবিষ্কৃত রিং এর মধ্যে ৩.৯১৫৫-ঘন্টা ঘূর্ণন

২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর, আইএইউ এই বস্তুকে সৌরজগতের পঞ্চম বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেয়। এর নতুন নাম রাখা হয় হাওয়াই দ্বীপপুঞ্জের পৌরাণিক কাহিনীতে বর্ণীত উর্বরতা ও সন্তান প্রসবের দেবী হাউমেয়া-এর নামানুসারে।

Remove ads

টীকা

  1. how-MAY'-ah, তিনটি শব্দাংশের সাথে হাওয়াইয়ে ইংরেজি উচ্চারণ অনুসারে,[] অথবা HAH-oo-MAY চারটি শব্দাংশের সাথে ব্রাউনের ছাত্রদের অনুসারে। [][]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads