শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

হাওয়া ভবন

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

হাওয়া ভবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় ছিল।[] বনানী ১৩ নম্বর রোডের ‘ডি’ ব্লকের ৫৩ নম্বর ভবনটি পরিচিত ছিল হাওয়া ভবন নামে।[] এই ভবনটি হতে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দল বিষয়ক কর্মকাণ্ড দেখভাল করা হতো।[] ২০০১ সালে বিএনপি ক্ষমতায় গেলে এটি বাংলাদেশে "বিকল্প ক্ষমতার কেন্দ্র" হিসাবে আবির্ভূত হয়।[] ২০০৬-২০০৮ সালে বাংলাদেশী রাজনৈতিক সংকটের সময় বিএনপির যুগ্ম সম্পাদক তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে এই কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে। সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের হাওয়া ভবনে যাতায়াত ছিল এবং এখান থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রচার, নিয়োগ, সাক্ষাৎকার ইত্যাদি প্রশাসনিক বিষয় পরিচালনা করা হতো।[][]

দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীরা, বিএনপির কিছু সিনিয়র নেতা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তারেক রহমানের নিয়ন্ত্রণাধীন হাওয়া ভবনকে বাংলাদেশের ক্ষমতার বিকল্প পাওয়ার হিসেবে বর্ণনা করেন।[][]

Remove ads

বর্তমান অবস্থা

বাড়িটির মালিকানা পরিবর্তন হবার পর ২০১১ সালে ভেঙে ফেলা হয়। বর্তমানে একটি বেসরকারি নির্মাতা প্রতিষ্ঠান হাওয়া ভবনের জায়গায় "অ্যাজোরা" নামে একটি ৯ তলা আবাসিক ভবন নির্মাণ করেছে।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads