শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন

কলকাতা শহরের একটি মেট্রো স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনmap
Remove ads

হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রোর গড়িয়া-বিমানবন্দর করিডোরের একটি স্টেশন। এই স্টেশনটি কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত।[] ২০২৪ সালের ৬ই মার্চ এই স্টেশনটি উদ্বোধন হয়।

দ্রুত তথ্য হেমন্ত মুখোপাধ্যায়, অবস্থান ...

হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনটি উত্তোলিত এবং কসবা এলাকায় রুবি হাসপাতালের কাছেই অবস্থিত।[]

Remove ads

অবস্থান

এই স্টেশনটি ইস্ট কলকাতা টাউনশিপের রুবি হাসপাতালের কাছেই অবস্থিত। স্টেশনের ভৌগোলিক অবস্থান হল ২২.৫১৪১৮৫৪° উত্তর ৮৮.৪০০২০০৬° পূর্ব / 22.5141854; 88.4002006।স্টেশনটির পূর্ববর্তী স্টেশন হল ১ কিলোমিটার দূরে অবস্থিত কবি সুকান্ত মেট্রো স্টেশন এবং পরবর্তী স্টেশন হল ১.৩ কিলোমিটার দূরে অবস্থিত ভিআইপি বাজার মেট্রো স্টেশন[]

ইতিহাস

২০১০-২০১১ অর্থবর্ষের রেল বাজেটে কলকাতা মেট্রো লাইন ৬ এর অনুমোদিত হয় এবং নির্মাণের কাজের জন্য ৩,৯৫১.৯৮ কোটি টাকা মঞ্জুর করা হয়।[] ২০১১ সালের অক্টোবর মাসে এনভিআরএল স্টেশন'সহ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ভিআইপি বাজার মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো করিডোর নির্মাণের দরপত্র পায়। ২০১২ সালে জানুয়ারি মাসে মেট্রো লাইনের সঙ্গে মেট্রো স্টেশনটির নির্মাণ শুরু হয়। স্টেশনটি কাঠামগত ভাবে ২০১৯ সালের নভেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। বর্তমানে স্টেশনের অভ্যান্তরিন অংশের কাজ চলছে। পরীক্ষামূলক ট্রেন চলাচল ২০২২ সালের ২৪শে সেপ্টেম্বর থেকে শুরু হয়।[][]

Remove ads

স্টেশন

গঠন

কলকাতা মেট্রোর লাইন ৬-এর অন্তর্গত হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনটি গঠনগতভাবে একটি উত্তোলিত মেট্রো স্টেশন। স্টেশনের মোট ৩ টি স্তর রয়েছে। প্রথম স্তর বা ভূমি স্তরে স্টেশনের প্রবেশ পথ ও প্রস্থান পথ শুরু বা শেষ হয়। দ্বিতীয় স্তর বা এল১ বা মধ্যবর্তী স্তরে স্টেশনের ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার প্রভৃতি অবস্থিত। তৃতীয় স্তর বা এল২ বা অন্তিম স্তরে প্ল্যাটফর্ম ও রেল ট্র্যাক অবস্থিত। স্টেশনটি ২০০ মিটার দীর্ঘ এবং ২৫ মিটার চওড়া।

স্টেশন বিন্যাস

জি রাস্তার স্তর প্রস্থান / প্রবেশ
এল১ মধ্যবর্তী ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার
এল২ পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বাম খুলবে Handicapped/disabled access
দক্ষিণদিকগামী দিকে →কবি সুকান্ত→ →
উত্তরদিকগামী ←দিকে ← ভিআইপি বাজার← ←
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বাম খুলবেHandicapped/disabled access
এল২

পরিকাঠামো

স্টেশনটি অত্যাধুনিক প্রযুক্তি'সহ নির্মিত হচ্ছে। স্টেশনে প্রবেশ ও প্রস্থানের জন্য ৪ টি প্রবেশ পথ ও প্রস্থান পথ রয়েছে। স্টেশনের দ্বিতীয় স্তরে টিকিট সংগ্রহ কেন্দ্র, টিকিট পরীক্ষার জন্য টিকিট পরীক্ষক যন্ত্র রয়েছে। যাত্রীদের সুবিধার জন্য চলন্ত সিঁড়ি থাকবে স্টেশনটিতে। এছাড়া স্টেশনে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা থাকবে।

বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা

কলকাতা মেট্রোর অন্য স্টেশন ও লাইনগুলির মত এই স্টেশনে তৃতীয় রেলপথ দ্বারা ৭৫০ ভোল্টের ডি. সি. বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করা হবে ট্রেন পরিচালনার জন্য।

যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ সংকেত ব্যবস্থা দ্বারা এই স্টেশনে ও রেলপথে ট্রেনের চলাচল পরিচালনা করা হবে। এই সংকেত ব্যবস্থার দ্বারা খুবি ৯০ সেকেন্ড অন্তঃর ট্রেন পরিচালনা করা যাবে।

পরিষেবা

কলকাতা মেট্রো রেলওয়ে ঘোষণা করেছে এই স্টেশন থেকে রেল পরিষেবা ২০২১ সালে শুরু হবে।

সংযোগ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads