শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২২ জুলাই
তারিখ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২২ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৩তম (অধিবর্ষে ২০৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৬২ দিন বাকি রয়েছে।
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
ঘটনাবলী
- ১৪৫৬ - উসমানীয় তুর্কিরা বেলগ্রেড অধিকার করে।
- ১৯০৫ - জাপানের সাথে শান্তি বৈঠকে রাশিয়া সম্মত হয়।
- ১৯১২ - ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা।
- ১৯১২ - চীনের কার্যকরী শাসক হন ভাইসরয় ইউয়ান শি-কাই।
- ১৯১৫ - ইতালির ইযোনিযো পাহাড়ি এলাকায় ইতালি ও অস্ট্রিয়ার সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।
- ১৯১৭ - আলেকজান্দার কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হন।
- ১৯২৬ - শহীদ অধ্যাপক ও প্রাবন্ধিক মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম।
- ১৯৩৩ - উইলি পোস্ট প্রথম একা পৃথিবী প্রদক্ষিণ করেন। উড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে তার সময় লেগেছিল সাত দিন ১৮ ঘণ্টা ৪৫ মিনিট।
- ১৯৪৪ - পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।
- ১৯৪৬ - ব্রিটেনে পাউরুটির রেশন চালু হয়।
- ১৯৪৭ - ভারতের গণ পরিষদে তেরঙা ভারতের জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় ধ্বজা হিসাবে গৃহীত হয়।
- ১৯৪৮ - নেদারল্যান্ডসের রানি উইলহেলমি পদচ্যুত হন।
- ১৯৬১ - ফরাসী সেনারা তিউনিসিয়ার পূর্ব উপকূলীয় শহর বিযোর্তে হামলা চালায়, ফলে তিউনিসিয়ার সেনাবাহিনীর সাথে তাদের তুমূল সংঘর্ষ বাঁধে।
- ১৯৭২ - রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গুয়াতেমালা।
- ১৯৭৭ - চীনের নেতা দেং জিয়াও পিং পুনরায় ক্ষমতা গ্রহণ করেন।
- ১৯৮৩ - পোল্যান্ডে সামরিক আইন প্রত্যাহৃত হয়।
- ২০০০ - পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তার রাজনৈতিক তৎপরতার ওপর ২১ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- ২০০২ - রাতে ফিলিস্তিনের নিরপরাধ নারী ও শিশুরা যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তখন ইসরাইলী এফ-১৬ জঙ্গীবিমান রাতের অন্ধকারে গাজা উপত্যকার কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করে।
- ২০০৩ - ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসাই উত্তর ইরাকের মসুলের কাছে মার্কিন হামলায় নিহত হয়।
- ২০১১ - নরওয়েতে ভয়ানক হামলা চালায় ৩২ বছর বয়স্ক অ্যানডার্স ব্রেভিক নামের এক নরওয়েজিয়ান।
Remove ads
জন্ম
- ১৭৮৪ - ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ।
- ১৮১৪ - প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। (মৃ.২৩/১১/১৮৮৩)
- ১৮৪৭ - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত বাঙালি কৌতুক লেখক। (মৃ.০৩/১১/১৯১৯)
- ১৮৮৭ - গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
- ১৮৮৮ - সেলম্যান ওয়াক্সম্যান, নোবেলজয়ী ইহুদি ইউক্রেনীয় উদ্ভাবক, জৈব রসায়নবিদ এবং অনুজীববিজ্ঞানী।
- ১৮৯৫ - পলিন ফাইফার, মার্কিন সাংবাদিক ও লেখিকা। (মৃ. ১৯৫১)
- ১৯২৩ - সুমিত্রা দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ: ২৮/০৮/১৯৯০)
- ১৯২৩ - মুকেশ (গায়ক), ভারতীয় চলচ্চিত্রের সুবিখ্যাত নেপথ্য সঙ্গীতশিল্পী। (মৃ: ২৭/০৮/১৯৭৬)
- ১৯২৬ - মোফাজ্জল হায়দার চৌধুরী, মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী।
- ১৯৩৪ - লুইস ফ্লেচার, অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী। (মৃ.২০২২)
- ১৯৯৫ - ‘দুঃখের রানী’ হিসেবে পরিচিত ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা। (মৃ. ০৫/১১/২০২১)
Remove ads
মৃত্যু
- ১৯১৮ - প্রথম ভারতীয় বিমান চালক ইন্দ্রলাল রায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন। (জ.১৮৯৮)
- ১৯৪৮ - হেমেন্দ্রনাথ মজুমদার বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ।(জ.১৯/০৯/১৮৯৪)
- ১৯৭০ - ‘মাসিক বসুমতী’ পত্রিকার অন্যতম সম্পাদক প্রাণতোষ ঘটকের মৃত্যু।
- ১৯৭৬ - শিল্পকলাবিদ, প্রত্নতত্ত্ববিদ ও অধ্যাপক রবার্ট এরিক হুইলারের মৃত্যু।
- ১৯৭৬ - বাঙালি লেখক, ছোটগল্পকার ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু। (জ.১৮৯৭)
- ১৯৮২ - প্রফুল্লকুমার সেন, ভারতীয় বাঙালি, ভারতে প্রথম মানব হৃদয় ট্রান্সপ্লান্টের শল্যচিকিৎসক। (জ.১৯১৫)
- ১৯৮৬ - মহুয়া রায়চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী। (জ. ২৪/০৯/১৯৫৮)
- ১৯৯৪ - নাট্যসম্রাজ্ঞী সরযূবালা দেবী বাঙালি অভিনেত্রী।(জ.১৯১২)
- ১৯৯৫ - হ্যারল্ড লারউড, বিখ্যাত ও পেশাদার ইংরেজ ক্রিকেটার।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে ২২ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads