শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১৯ অ্যাশেজ সিরিজ
ক্রিকেট সফর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১৯ অ্যাশেজ সিরিজ (ইংরেজি: 2019 Ashes series) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পূর্ব-নির্ধারিত টেস্ট ক্রিকেট সিরিজভূক্ত খেলা। সম্প্রচারস্বত্ত্বের কারণে এ সিরিজটি স্পেকস্যাভার্স অ্যাশেজ সিরিজ নামে পরিচিতি পায়।[১] টেস্ট খেলাগুলো আয়োজনের লক্ষ্যে এজবাস্টন, লর্ডস, হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড এবং ওভালকে নির্ধারণ করা হয়েছে।[২] অস্ট্রেলিয়া ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ সিরিজ জয় করে এ ট্রফি করায়ত্ত্ব করে রেখেছে। পূর্বতন সিরিজগুলোর তুলনায় মে থেকে জুলাই মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের কারণে নির্ধারিত সময়ের পরে অনুষ্ঠিত হচ্ছে। এ সিরিজের প্রথম টেস্ট আয়োজনের মাধ্যমে ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের শুভ উদ্বোধন ঘটে।[৩][৪] দ্বিতীয় টেস্ট চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অতিরিক্ত খেলোয়াড়কে ব্যাটিং করার অনুমতি দেয়া হয়।
চতুর্থ টেস্টে জয়ের ফলে অস্ট্রেলিয়া অ্যাশেজ নিজেদের কাছে রেখে দেয়।[৫] সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হয়।
Remove ads
দলীয় সদস্য
২৬ জুলাই, ২০১৯ তারিখে অস্ট্রেলিয়া দল অ্যাশেজ সিরিজের জন্যে ১৭-সদস্যের তালিকা প্রকাশ করে।[৬] অপরদিকে, ইংল্যান্ড দল ২৭ জুলাই তারিখে প্রথম টেস্টের জন্যে খেলোয়াড়দের তালিকা ঘোষণা করে।[৭]
১ ইংল্যান্ডের পক্ষে জ্যাক লিচকে দ্বিতীয় টেস্টের জন্যে দলে অন্তর্ভুক্ত করা হয়। তিনি দলের বাইরে রাখা মঈন আলী’র স্থলাভিষিক্ত হন।[৮]
Remove ads
টেস্ট সিরিজ
১ম টেস্ট
১-৫ আগস্ট, ২০১৯ স্কোরকার্ড |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অস্ট্রেলিয়ার পক্ষে স্টিভ স্মিথ ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজের প্রথম দিনে সর্বাধিক রান করার কৃতিত্ব প্রদর্শন করেন।[৯]
- ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড খেলার প্রথম ইনিংসে অ্যাশেজ সিরিজে নিজস্ব ১০০তম উইকেট লাভ করেন।[১০] দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে আউট করে ৪৫০তম উইকেট লাভ করেন তিনি।[১১]
- ইংল্যান্ডের পক্ষে রোরি বার্নস নিজস্ব প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকান।[১২]
- অস্ট্রেলিয়ার পক্ষে স্টিভ স্মিথ অ্যাশেজ ট্রফিতে নিজস্ব দশম ও টেস্টে ব্যক্তিগত ২৫তম সেঞ্চুরি করেন।[১৩]
- অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স টেস্টে ব্যক্তিগত ১০০তম উইকেট লাভ করেন।[১৪]
- অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন টেস্টে ব্যক্তিগত ৩৫০তম উইকেট পান।[১৪]
- ২০০৫ সালের পর ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়া দল প্রথমবারের মতো অ্যাশেজ সিরিজের উদ্বোধনী টেস্টে জয় পায়। এছাড়াও, ২০০১ সালের পর এজবাস্টনে প্রথম জয়লাভ করে।[১৫]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ২৪, ইংল্যান্ড ০।
২য় টেস্ট
১৪-১৮ আগস্ট, ২০১৯ স্কোরকার্ড |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ১ম দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। ৩য় দিন মধ্যাহ্নবিরতির পর বৃষ্টির কারণে খেলা হয়নি। ৫ম দিন বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়।
- ইংল্যান্ডের পক্ষে জোফ্রা আর্চারের তার টেস্ট অভিষেক ঘটে।
- ১২৮টি টেস্ট খেলায় আম্পায়ারিত্ব করে আলীম দার ওয়েস্ট ইন্ডিয়ান স্টিভ বাকনরের রেকর্ডের সমকক্ষ হলেন।[১৬]
- ৫ম দিনে মারনাস লাবুশেন স্টিভ স্মিথের স্থলাভিষিক্ত হন। পূর্বদিন স্টিভ স্মিথ গুরুতর আহত হন। এরফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোন অতিরিক্ত খেলোয়াড় ব্যাটিং করার অনুমতিপ্রাপ্ত হন।[১৭]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ৮, ইংল্যান্ড ৮।
৩য় টেস্ট
২২-২৬ আগস্ট, ২০১৯[n ১] |
ব |
||
- ইংল্যান্ড টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে খেলা বিলম্বে শুরু হয়। প্রথম দিন সকাল এবং বিকেলে খেলাকে সংক্ষিপ্ত করে তুলে।
- ইংল্যান্ডের পক্ষে জোফ্রা আর্চার টেস্টে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।[১৮]
- ইংল্যান্ডের সংগৃহীত ৬৭ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৪৮ সালের পর সর্বনিম্ন।[১৯]
- ইংল্যান্ড টেস্টে তাদের জয়ের সর্বোচ্চ সফল লক্ষ্যমাত্রা অর্জন করে।[২০]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ২৪, অস্ট্রেলিয়া ০।
৪র্থ টেস্ট
৪-৮ সেপ্টেম্বর, ২০১৯ স্কোরকার্ড |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ১ম দিন কেবলমাত্র ৪৪ ওভার খেলা আয়োজন করা সম্ভব হয়।
- খেলার ফলাফলে অস্ট্রেলিয়া অ্যাশেজ অক্ষুণ্ন রাখে।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ২৪, ইংল্যান্ড ০।
৫ম টেস্ট
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইংল্যান্ডের পক্ষে জো রুট টেস্টে ৭,০০০ রান করেন।[২১]
- ইংল্যান্ডের পক্ষে জনি বেয়ারস্টো টেস্টে ৪,০০০ রান করেন।[২২]
- অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল মার্শ প্রথমবারের মতো টেস্টে পাঁচ-উইকেট লাভ করেন।[২৩]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ২৪, অস্ট্রেলিয়া ০।
Remove ads
সম্প্রচার
পাদটীকা
- While five days of play were scheduled for each Test, the third and fifth Tests reached a result in four days.
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads