শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ওয়াটারলুর যুদ্ধ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ওয়াটারলুর যুদ্ধmap
Remove ads
দ্রুত তথ্য ওয়াটার লু'র যুদ্ধ, তারিখ ...
শত দিন:
ওয়াটারলু প্রচারণা
Thumb
ওপেনস্ট্রিটম্যাপ সম্পর্কে
মানচিত্র:ব্যবহারের শর্তাবলী
390km
242miles
সেন্ট হেলেনা
8 Exile on Saint Helena Napoleon died on 5 May 1821
8 Exile on Saint Helena Napoleon died on 5 May 1821
রোচেফোর্ট
7 Surrender of Napoleon on 15 July 1815
7 Surrender of Napoleon on 15 July 1815
ওয়াটারলু
5 Battle of Wavre from 18 to 19 June 1815
5 Battle of Wavre from 18 to 19 June 1815
4 Battle of Ligny on 16 June 1815
4 Battle of Ligny on 16 June 1815
3 Battle of Quatre Bras on 16 June 1815
3 Battle of Quatre Bras on 16 June 1815
প্যারিস
2 Champ de Mai on 1 June 1815
2 Champ de Mai on 1 June 1815
এলবা
1 Exile_to_Elba from 30 May 1814 to 26 February 1815
1 Exile_to_Elba from 30 May 1814 to 26 February 1815
  বর্তমান যুদ্ধ
  কমান্ডে নেপোলিয়ন
  নেপোলিয়নের কমান্ড ছিল না
ওয়াটারলু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে সংঘঠিত হয়। ফরাসিদের সম্রাট (Emperor of the French) নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা- ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন ব্লুচারের অধীন  প্রুশিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
Remove ads

পটভূমি

সারাংশ
প্রসঙ্গ
সারা জীবন ধরে নেপোলিয়ান অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এসবের মধ্যে কিছু কিছু যুদ্ধে তিনি অত্যন্ত সফলতার সাথে বিজয় অর্জন করেন, আবার অনেক যুদ্ধে হেরে তার কতৃত্ব হারান। তিনি যখন ইউরোপের বেশির ভাগ দেশ দখল করেন, তখন ইউরোপের সমস্ত দেশ মিলে ফ্রান্স তথা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কিন্তু তখন এত বিশাল সৈন্যবাহিনীর সাথে লড়াই করার সামর্থ্য ছিল না নেপোলিয়ানের। কারণ, এর কিছুদিন আগেই, রাশিয়া আক্রমণের পর ভয়াবহ শীতে আক্রান্ত হয়ে তার অধিকাংশ সৈন্য বাহিনী মারা যায়। তাই তিনি এই যুদ্ধে অংশ নিতে পারতেন না। অপর পক্ষে বিরোধি পক্ষ খুব দ্রুত প্যারিসকে চারদিক থেকে ঘিরে ফেলল। নেপোলিয়ানের কিছুই করার ছিল না। সবশেষে তার সৈন্যরাও তাকে এলবা দ্বীপে নির্বাসনে দিয়ে দিল।

নেপোলিয়ানের অবর্তমানে ফ্রান্সের রাজসিংহাসনে বসলেন বুরবোঁ পরিবারের অষ্টাদশ লুই। নতুন করে তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করে আবার ফ্রান্সকে পুনরুৎজীবীত করতে লাগলেন। কিন্তু ফ্রান্সের জনগণ অষ্টাদশ লুই এবং তার এই নতুন শাসনব্যবস্থাকে মোটেই খুশি মনে স্বীকার করে নেয়নি। দেশে এক অরাজকতা শুরু হল। এলবা দ্বীপে অবস্থান কালে নেপোলিয়ান দেশের এই খারাপ অবস্থার কথা শুনে দেড় হাজার সৈন্য নিয়ে প্যারিসে উপস্থিত হলেন। এদিকে রাজা লুই এই খবর পেয়ে তার সৈন্যবাহিনীকে পাঠান নেপোলিয়ানকে বন্দি করার জন্য। কিন্তু ফ্রান্সের সেনাবাহিনী নেপোলিয়ানের ব্যক্তিত্ব, সাহসিকতা এবং আকর্ষনীয় শক্তিতে মুগ্ধ হয়ে লুইয়ের পক্ষ ত্যাগ করে নেপোলিয়ানের পক্ষে যোগ দিল। আবার এক অভ্যুত্থানের মাধ্যমে ১৮১৫ সালে ফ্রান্সের রাজসিংহাসনে আবার প্রত্যাবর্তন ঘটে নেপোলিয়ানের।

কিন্তু ১৮১৫ সালের ২০ মার্চ মাসে নেপোলিয়ানের এই প্রত্যাবর্তনের ফলে মোটেই খুশি হল না ইউরোপের অন্যান্য দেশগুলি। তারা নেপোলিয়ানকে বিতারিত করবার জন্য নানা চক্রান্ত করতে থাকে। এক পর্যায়ে তারা আবারো বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করল ফ্রান্স। এই আক্রমণের মূল হোতা ছিলেন ডিউক অব ওয়েলিংটন . তিনি এবং পার্শিয়ার সৈন্যবাহিনী মিলে ওয়াটার লু'র প্রান্তরে পরাজিত করেন নেপোলিয়ানকে। আর এই যুদ্ধই ওয়াটার লু'র যুদ্ধ। এই যুদ্ধের চার দিন পর অর্থাৎ ২২শে জুন নেপোলিয়ান পদত্যাগ করে প্যারিস ত্যাগ করেন এবং এর ৭দিন পর সম্মিলিত বাহিনী প্যারিস প্রবেশ করে। 

Remove ads

সৈন্য বাহিনী

Thumb
ডিউক অব ওয়েলিংটন
এই তিনটি সৈন্য বাহিনী অংশ নিয়েছিল: নেপোলিয়ানের আর্মি-ডু-নর্ড, ওয়েলিংটনের ব্রিটিশ সেনাবাহিনী এবং বুচারের অধীন পার্শিয়ান বাহিনী। 
ফরাসি সৈন্য বাহিনীর অধীনে ছিল ৬৯,০০০ সৈন্য। যার মধ্যে ৪৮ হাজার পদাতিক সৈন্য, ১৪ হাজার ছিল অশ্বারোহি সৈন্য. ৭,০০০ গোলা এবং কামান সহিত এবং ২৫০ জন বন্দুক সহ ছিল ।[১১][১২] ডিউক অব ওয়েলিংটনএর অধীন ছিল প্রায় ৬৭০০০ সেনাবাহিনী। যার মধ্যে ৫০,০০০ ছিল পদাতিক সৈন্য, ১১,০০০ অশ্বারোহি সৈন্য ,৬,০০০ কামান সহিত এবং ১৫০ জন বন্দুক সহিত।[১৩]
Remove ads

ওয়াটার লুর যুদ্ধক্ষেত্র

যুদ্ধ প্রান্তরটি বেলজিয়ামের ওয়াটার লু শহর থেকে ২ কিলোমিটার দুরে এবং বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বর্তমানে এই প্রান্তরকে আরো আকর্ষনীয় করে তুলা হয়েছে। এই মাঠের ঠিক মধ্যেখানে রয়েছে একটি ছোট খাট ধরনের টিলা। যার চূড়া আলো করে আছে ২৮টন ওজনের একটি বিশাল ধাতব সিংহ মূর্তি। 

Thumb
বর্তমান সময়ে ওয়াটার লুর যুদ্ধক্ষেত্র

যুদ্ধের ফলাফল

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা- ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন  পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।

প্রস্তুতি

Thumb
গাবার্ড ভন বুচারের ,  প্রুশিয়ান সেনাবাহিনীর প্রধান, যার আদেশে ওয়াটার লু যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীকে সাহায্য করে পার্শিয়ান বাহিনী। 

যুদ্ধ পরবর্তী ঘটনা

ওয়াটারলু -এর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলে বিজয়ী শক্তিবর্গ তাঁকে আটলান্টিক মহাসাগরের বুকে সেন্টহেলেনা দ্বীপে নির্বাসন দেয় । সেখানে অত্যন্ত অনাদরে ১৮২১ খ্রিস্টাব্দে ৫ মে এই বীর যোদ্ধার মৃত্যু হয়।

ভূমিকা

Thumb
1815 সালে পশ্চিম ইউরোপের কৌশলগত পরিস্থিতি: 250,000 ফরাসিরা চারটি ফ্রন্টে প্রায় 850,000 মিত্র বাহিনীর সৈন্যদের মুখোমুখি হয়েছিল। এছাড়াও, নেপোলিয়নকে একটি রাজকীয় বিদ্রোহ কমাতে পশ্চিম ফ্রান্সে ২০,০০০ সৈন্যকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল।
Thumb
পুনরুত্থিত নেপোলিয়নের কৌশল ছিল অ্যাংলো-মিত্র এবং প্রুশিয়ান সেনাবাহিনীকে বিচ্ছিন্ন করা এবং প্রত্যেককে আলাদাভাবে ধ্বংস করা ।
Thumb
ওয়েলিংটনের ১ম ডিউক, অ্যাংলো-মিত্র বাহিনীর কমান্ডার, যিনি উপদ্বীপ যুদ্ধে ফরাসিদের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন
Thumb
গেবার্ড লেবারেখ্ট ফন ব্লুচার প্রুশিয়ান আর্মিকে কমান্ড করেছিলেন, লিপজিগের যুদ্ধে কোয়ালিশন সেনাবাহিনী কে নেপোলিয়ন কে পরাজিত করতে।
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads