শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ক্রোয়েশিয়া

দক্ষিণ-পূর্ব ইউরোপের প্রজাতান্ত্রিক রাষ্ট্র; বলকান উপদ্বীপে আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে অ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ক্রোয়েশিয়াmap
Remove ads

ক্রোয়েশিয়া (/krˈʃə/ (শুনুন), ক্রোয়েশীয় ভাষায় Hrvatska হ্র্‌ভ়াৎস্কা) ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া (Republika Hrvatska রেপুব্লিকা হ্র্‌ভ়াৎস্কা)। এটির রাজধানী জাগ্রেব। দেশটির আয়তন ৫৬,৫৯৪ বর্গ কি.মি. (২১,৮৫১ বর্গ মাইল) এবং জনসংখ্যা ৪.২৮ মিলিয়ন, যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক।

দ্রুত তথ্য প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া Republika Hrvatskaরেপুব্লিকা হ্র্‌ভ়াৎস্কা, রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি ...
Thumb
স্যাটেলাইটে ধারণকৃত ক্রোয়েশিয়ার ছবি

ক্রোটরা ৬ষ্ঠ শতকে এখানে আসে এবং নবম শতাব্দির মধ্যেই তারা অঞ্চলটিকে দুইটি জমিদারিত্বের মাধ্যমে সুসংগঠিত করে তোলে। ৯২৫ খ্রিষ্টাব্দে তোমিসলাভ প্রথম রাজা হিসেবে আভির্ভূত হন এবং তিনি ক্রোশিয়াকে রাজ্যে উন্নীত করেন, যেটি প্রায় দুই শতকেরও বেশি সময় ধরে তার সার্বভৌমত্ব ধরে রেখেছিল। রাজা চতুর্থ পিটার ক্রেসিমির এবং দিমিতার জভনমিরির আমলে দেশটি তার উন্নতির চরম শিখরে পৌঁছায়।

Remove ads

ইতিহাস

হাব্সবুর্গ সাম্রাজ্য এবং অস্ট্রিয়া-হাঙ্গেরি (১৫৩৮-১৯১৮)

যুগোস্লাভিয়া (১৯১৮-১৯৯১)

স্বাধীনতা (১৯৯১-বর্তমান)

ক্রোয়েশিয়ার রাজনীতি ক্রোয়েশিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোতে পরিচালিত হয়। প্রধানমন্ত্রী একটি বহুদলীয় ব্যবস্থাতে সরকার প্রধান। নির্বাহী ক্ষমতা সরকারের হাতে এবং আইন প্রণয়ন ক্ষমতা ক্রোয়েশীয় সংসদ বা সাবর-এর হাতে ন্যস্ত। বিচার ভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ হতে স্বাধীন। ক্রোয়েশিয়ার বর্তমান সংবিধান ১৯৯০ সালের ২২ ডিসেম্বর গৃহীত হয়। দেশটি ১৯৯১ সালের ২৫ জুন প্রাক্তন ইউগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।

Tourism

Thumb
ডুব্রোভনিক ক্রোয়েশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য

পর্যটন ক্রোয়েশিয়ান পরিষেবা খাতে প্রাধান্য বিস্তার করে এবং জিডিপির ২০% পর্যন্ত অবদান রাখে। ২০১৯-এর জন্য পর্যটন আয় অনুমান করা হয়েছিল €১০.৫ বিলিয়ন।[]

Remove ads

ভূগোল

অর্থনীতি

জনসংখ্যা

সংস্কৃতি

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads