শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
আন্তঃঅবস্থান্তর ধাতু
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
Remove ads
আন্তঃঅবস্থান্তর ধাতু (Inner Transition Metals বা ITM) হলো এমন কিছু রাসায়নিক মৌল, যেগুলো পর্যায় সারণিতে সাধারণত নিচের দুটি আলাদা সারিতে দেখানো হয়। এদের মধ্যে রয়েছে মৌল সংখ্যা ৫৭ থেকে ৭১ পর্যন্ত ল্যান্থানাইড এবং ৮৯ থেকে ১০৩ পর্যন্ত অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড মৌলগুলো একে অপরের সঙ্গে অনেকটাই মিল রাখে। অন্যদিকে অ্যাক্টিনাইড মৌলগুলো সবই তেজস্ক্রিয়।

এই ধাতুগুলোর বাইরের তিনটি ইলেকট্রন স্তর অসম্পূর্ণ থাকে এবং এরা সবই ধাতব প্রকৃতির। অনেক ক্ষেত্রে এরা নমনীয় ও প্রসারণযোগ্য হয়। উদাহরণস্বরূপ, লুটেটিয়াম-এর মতো কিছু ল্যান্থানাইড আলো উৎপাদনের প্রযুক্তিতে ব্যবহৃত হয়। অধিকাংশ অ্যাক্টিনাইড প্রকৃতিতে পাওয়া যায় না, তবে থোরিয়াম ও ইউরেনিয়াম স্বাভাবিকভাবে খনিজের মধ্যে বিদ্যমান থাকে। অ্যাক্টিনাইড মৌলগুলো খুবই অস্থিতিশীল এবং তেজস্ক্রিয় বিকিরণ ঘটায়।
এই মৌলগুলোর সর্বশেষ ইলেকট্রন f-কক্ষে প্রবেশ করে, তাই এরা F-ব্লকের অন্তর্ভুক্ত। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো (n-2)f^0–14(n-1)d^0–2np^6ns^2, যেখানে n-এর মান ৬ অথবা ৭ হয়।
- ইউরেনিয়াম ধাতু — একটি অ্যাক্টিনাইড
- ল্যান্থানাম ধাতু — একটি ল্যান্থানাইড
![]() |
রসায়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads