শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

উত্তর মেসিডোনিয়া

দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

উত্তর মেসিডোনিয়াmap
Remove ads

উত্তর মেসিডোনিয়া (ম্যাসেডোনীয়: Северна Македонија; আলবেনীয়: Maqedonia e Veriut), সরকারীভাবে উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র (ম্যাসেডোনীয়: Република Северна Македонија; আলবেনীয়: Republika e Maqedonisë së Veriut) হল দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। এটি পূর্বে যুগোস্লাভিয়ার অন্তর্গত ছিল। ১৯৯১ সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রিসের মেসিডোনিয়া অঞ্চলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাই প্রজাতন্ত্রী মেসিডোনিয়া যখন জাতিসংঘের অন্তর্গত সদস্য রাষ্ট্র হয় তখন থেকে প্রাক্তন ইউগোস্লাভ ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র নামেও পরিচিত হয়।

দ্রুত তথ্য উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র (ম্যাসেডোনীয়) (আলবেনীয়), রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি ...
Thumb
উত্তর মেসিডোনিয়ার কোপেন – জলবায়ু শ্রেণিবিভাগ মানচিত্র

স্কপিয়ে দেশের রাজধানী ও বৃহত্তম শহর।

মেসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা ১২০ সদস্যের আইনসভার উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা হতে স্বাধীন।

Remove ads

ইতিহাস

ম্যাসিডোনিয়ার সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র(১৯৪৪-১৯৯১)

যুগোস্লাভ মেসিডোনিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লাভিয়ার ছয়টি সংবিধিবদ্ধ দেশের একটি এবং ম্যাসেডোনিয়ানদের একটি জাতি রাষ্ট্র ।

স্বাধীনতার ঘোষণা(১৯৯১-বর্তমান)

যুগোস্লাভিয়া থেকে মেসিডোনিয়ার স্বাধীনতা গণভোট অনুমোদন সাপেক্ষে উত্তর মেসিডোনিয়া আনুষ্ঠানিকভাবে ৮ই সেপ্টেম্বর ১৯৯১ কে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে ।

Remove ads

খেলা

উত্তর মেসিডোনিয়া জাতীয় ফুটবল দল উত্তর মেসিডোনিয়া ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত। তাদের হোম স্টেডিয়ামটি টোশে প্রোয়েস্কি এরিনা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads