শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

রদ্রিগো

ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রদ্রিগো
Remove ads

রদ্রিগো সিলভা দে গোয়েস (পর্তুগিজ: Rodrygo, ব্রাজিলীয় পর্তুগিজ: [ʁoˈdɾigu ˈsiwvɐ dʒi gɔjs];[] জন্ম: ৯ জানুয়ারি ২০০১; রদ্রিগো নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...

২০১১–১২ মৌসুমে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব সান্তোসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে রদ্রিগো ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭ সালে সান্তোসের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; সান্তোসের হয়ে তিনি ৬৩ ম্যাচে ১৩টি গোল করেছেন। অতঃপর ২০১৯–২০ মৌসুমে তিনি প্রায় ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন, একই মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলেছেন।

২০১৭ সালে, রদ্রিগো ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে ১টি গোল করেছেন। ব্যক্তিগতভাবে, রদ্রিগো বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮ কাম্পেওনাতো পাউলিস্তার সেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার অন্যতম।[] দলগতভাবে, রদ্রিগো এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়ই রিয়াল মাদ্রিদের হয়ে জয়লাভ করেছেন।

Remove ads

প্রারম্ভিক জীবন

রদ্রিগো সিলভা দে গোয়েস ২০০১ সালের ৯ই জানুয়ারি তারিখে ব্রাজিলের ওসাসকো জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবার নাম এরিক বাতিস্তা দে গোয়েস, যিনি একজন সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন।[]

আন্তর্জাতিক ফুটবল

রদ্রিগো ব্রাজিল অনূর্ধ্ব-১৭, ব্রাজিল অনূর্ধ্ব-২০ এবং ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে তিনি ২০১৯ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[][] যেখানে তিনি ৮ ম্যাচে ২টি গোল করেছিলেন।[] ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ২০ ম্যাচে অংশগ্রহণ করে ৭টি গোল করেছেন।

২০১৯ সালের ১৫ই নভেম্বর তারিখে, মাত্র ১৮ বছর ১০ মাস ৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী রদ্রিগো আর্জেন্টিনার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৭১তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় উইলিয়ানের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন;[১০] ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।[১১] ম্যাচটিতে ব্রাজিল ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[১২] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে রদ্রিগো সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

Remove ads

পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৯ মে ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
আরও তথ্য দল, সাল ...

অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads