শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
প্রমিত মডেল
কণা পদার্থবিদ্যার তত্ত্ব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
Remove ads
মৌলিক কণাসমূহের প্রমিত মডেল (Standard Model of Elementary Particles) হলো কণা পদার্থবিদ্যার একটি পরিপূর্ণ তত্ত্ব, যা দ্বারা মহাবিশ্বের সকল মৌলিক কণা এবং চারটি মৌলিক বল (মহাকর্ষ বল, তড়িৎ-চৌম্বকীয় বল, সবল নিউক্লিও বল এবং দূর্বল নিউক্লিও বল) এর মধ্যে তিনটিকে (মহাকর্ষ বল বাদে অন্য তিনটি) ব্যাখ্যা করা হয়। এর সাহায্যে অনেক কণা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যার অনেকগুলো পরবর্তী সময়ে সত্য বলে প্রমাণীত হয়েছে।

এটির আবিষ্কারকে পদার্থবিজ্ঞানের অন্যতম সফল এবং গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়। এটিকে পর্যায় সারণীর মতো একটি ছক আকারে উপস্থাপন করা হয়, তবে পর্যায় সারণীর সাথে এর মূল পার্থক্য হচ্ছেঃ পর্যায় সারণীতে (Periodic Table) সকল মৌলিক পদার্থ বা মৌল স্থান পেয়েছে, অপরদিকে স্ট্যান্ডার্ড মডেলে সকল মৌলিক কণিকা এবং মৌলিক বলের বাহক স্থান পেয়েছে।

স্ট্যান্ডার্ড মডেল অসংখ্য বিজ্ঞানীর দীর্ঘকালের পরিশ্রমের ফসল। বিংশ শতাব্দির শেষার্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত এর বহুবার উন্নয়ন করা হয়েছে। ধারণা করা যায়, এই সারণীটি এখনো অসম্পূর্ণ। এটি এখনো মহাকর্ষ বলকে ব্যাখ্যা করতে পারে না। মহাকর্ষ বলের ক্যারিয়ার হিসেবে গ্র্যাভিটন নামক কণার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। অবশ্য আইন্সটাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী মহাকর্ষ কোন বল নয়, বস্তুর ভরের প্রভাবে স্থান-কালের পরিবর্তন ঘটার কারণে মহাকর্ষ অনুভূত হয়।
Remove ads
বর্ণনা
স্ট্যান্ডার্ড মডেলকে প্রধাণত দুইটি অংশে ভাগ করা যায়ঃ ১.পদার্থ গঠনকারী মৌলিক কণা বা ফার্মিয়ন এবং ২. মৌলিক বলের বাহক বা বোজন। ফার্মিয়ঙ্গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছেঃ কোয়ার্ক এবং লেপটন। অপরদিকে বোজনকেও দুইভাগে ভাগ করা যায়ঃ গেজ বোজন বা ভেক্টর বোজন এবং স্কেলার বোজন।
কণাসমূহ
সারাংশ
প্রসঙ্গ
ফার্মিয়ন
ফারমি-ডিরাক পরিসংখ্যান বলবিদ্যা হতে প্রাপ্ত যে-সকল মৌলিক কণিকার স্পিন ½ এর বিজোড় গুনিতক (যেমন: ½,3/2) তাদের ফামিওন বলে
বৈশিষ্ট্য:
১.এরা পদার্থ গঠনকারী ক্ষুদ্রতম কনিকা।
২.এরা একই সাথে একই কৌণিক ভরবেগে অবস্থান করতে পারে না।
৩.পাউলির বর্জন নীতি মেনে চলে।
৪. স্পিন অর্থপূর্ণ সংখ্যা থাকে।
৫.ভর থাকে।
৬.চার্জ থাকে।
Remove ads
তাত্ত্বিক দিক
সারাংশ
প্রসঙ্গ
প্রমিত মডেল ফার্মিয়নসমূহের তালিকা
এই টেবিলটি পার্টিকল ডাটা গ্রুপের সংগৃহীত তথ্যের অংশের ওপর ভিত্তি করে বানানো হয়েছে।[১]
Remove ads
বোজন
গেজ বোজন
হিগস বোজন
| |||||||

Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads