শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
উইলিয়াম লরেন্স ব্র্যাগ
পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
স্যার উইলিয়াম লরেন্স ব্র্যাগ (ইংরেজিঃ William Lawrence Bragg, জন্ম: ৩১ মার্চ ১৮৯০, মৃত্যু: ১ জুলাই ১৯৭১) [১] সিএইচ, এফআরএস অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী যিনি ১৯১৫ সালে পিতা উইলিয়াম হেনরি ব্র্যাগ-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [২] তিনি এযাবৎকালের মধ্যে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি। তিনি মাত্র ২৫ বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। কেমব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে গবেষণা চালিয়ে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক যখন ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন তখন তিনি এই ল্যাবরেটরির পরিচালক ছিলেন।
Remove ads
কালপঞ্জি
- ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার (১৯১৯ - ৩৭)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (১৯৩৮ - ৫৩)
পুরস্কারসমূহ
- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯১৫)
- Matteucci Medal (১৯১৫)
- রয়েল মেডেল (১৯৪৬)
- কপলি মেডেল (১৯৬৬)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads