শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বিগ শো

একজন মার্কিন পেশাদার কুস্তিগীর, অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বিগ শো
Remove ads

পল ডোনাল্ড উইট জুনিয়র (জন্ম ৮ ফেব্রুয়ারি ১৯৭২) একজন মার্কিন পেশাদার কুস্তিগির ও অভিনেতা। তিনি অল এলিট রেসলিংয়ে (এইডাব্লিউ) একজন রিং পারফর্মার হিসেবে এবং এর ওয়েব টেলিভিশন অনুষ্ঠান এইডাব্লিউ ডার্ক: এলিভেশন-এ তার প্রকৃত নাম পল উইট নামে ভাষ্যকার হিসেবে চুক্তিবদ্ধ। তিনি ১৯৯৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউই (প্রাক্তন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন) সময়কালে তার রিং নাম দ্য বিগ শো নামে এবং ১৯৯৫ থেকে ১৯৯৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং (ডাব্লিউসিডাব্লিউ)-তে দ্য জায়ান্ট নামে সুপরিচিত।

দ্রুত তথ্য বিগ শো, জন্ম নাম ...

উইট ১৯৯৪ সালে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি ডাব্লিউসিডাব্লিউর সাথে চুক্তিবদ্ধ হন। তার বিশাল দেহের কারণে তার নামকরণ করা হয় দ্য জায়ান্ট (এবং তাকে আন্দ্রে দ্য জায়ান্টের পুত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়)। ১৯৯৯ সালের শুরুর দিকে তিনি ডাব্লিউসিডাব্লিউ ছেড়ে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে (ডাব্লিউডাব্লিউএফ) যোগদান করেন। ডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউই ও ডাব্লিউসিডাব্লিউয়ে তিনি সাতবার বিশ্ব চ্যাম্পিয়ন হন, তন্মধ্যে দুইবার ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, দুইবার ডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ, দুইবার ডাব্লিউডাব্লিউই'র ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং একবার ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেন। ফলে তিনি এই চারটি শিরোপাজয়ী একমাত্র কুস্তিগির। তিনি ১১ বার বিশ্ব ট্যাগ টিম চ্যাম্পিয়ন হন, তন্মধ্যে একাধিকবার ভিন্ন ভিন্ন সঙ্গীকে নিয়ে ডাব্লিউডাব্লিউএফ/ওয়ার্ল্ড, ডাব্লিউডাব্লিউই ও ডাব্লিউসিডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন। আন্তঃমহাদেশীয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও হার্ডকোর চ্যাম্পিয়নশিপ জয়ী বিগ শো ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে ২৪টি ত্রয়ী মুকুট ও ১২টি গ্র্যান্ড স্লাম জয়ী। তিনি ওয়ার্ল্ড ওয়ার ৩-এ ৬০ জনের রয়্যাল ব্যাটল এবং রেসলম্যানিয়া ৩১-এ ৩০ জনের আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল জিতেন।

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads