শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বীরেন্দ্র কিশোর মাণিক্য
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বীরেন্দ্র কিশোর মাণিক্য দেববর্মা বাহাদুর ১৯০৯ সালের ২৫ নভেম্বর ২৬ বছর বয়সে ত্রিপুরা রাজ্যের সিংহাসনে আরোহণ করেন।
![]() |
Remove ads
শিল্পের পৃষ্ঠপোষক
শিল্পী ও সুপ্রতিভাবান গীতিকার বীরেন্দ্র কিশোর তার "সন্ন্যাসী", "ঝুলন" এবং "বংশী বদন" এর মতো সুন্দর তৈলচিত্রের জন্য পরিচিত ছিলেন।[১] তিনি উজ্জয়ন্ত নাট্য সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা ত্রিপুরায় থিয়েটারের উন্নয়নে গতিশীলতা এনেছিল। [২] উজ্জয়ন্ত প্রাসাদের অংশ হওয়া লক্ষ্মী নারায়ণ মন্দির, 'দুর্গা বাড়ি' এবং 'লাল মহল' তার শাসনামালেই নির্মিত হয়েছিল। তিনি পুষ্পবন্ত প্রাসাদটি নির্মাণ করেছিলেন, যা বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের বাসভবন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হওয়ার পর রাজা বীরেন্দ্র কিশোর আগরতলায় একটি মহা সংবর্ধনার আয়োজন করেছিলেন। [৩] শান্তিনিকেতনে চলমান আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তিনি শান্তিনিকেতনে একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ৫,০০০ টাকা দান করেছিলেন। [৪]
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads