শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

রামরাইল ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রামরাইল ইউনিয়নmap
Remove ads

রামরাইল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন

দ্রুত তথ্য রামরাইল, দেশ ...
Thumb
মানচিত্র
Remove ads

আয়তন

রামরাইল ইউনিয়নের আয়তন ৩,৪৯০ একর (১৪.১২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রামরাইল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩২,৩৪১ জন। এর মধ্যে পুরুষ ১৫,৮৬২ জন এবং মহিলা ১৬,৪৭৯ জন। মোট পরিবার ৫,৮৩৮টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২,২৯০ জন।[]

ইতিহাস

পূর্বে এই এলাকায় প্রচুর হিন্দুর আনাগোনা ছিলো। এলিট হিন্দুরা বসবাস করতো। দেশ দেশ বিভাগের সময় থেকে শুরু করে ৭১, হিন্দু মুসলিম মাইগ্রেশিন পাকিস্তান- ভারতের মধ্যে চলমান ছিলো। সেই সময়ের এলিট হিন্দুরাই রামরাইল গ্রামের নাম স্থাপনা করেন।


অবস্থান ও সীমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যাংশে রামরাইল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পূর্বে মাছিহাতা ইউনিয়নসুলতানপুর ইউনিয়ন, দক্ষিণে সুলতানপুর ইউনিয়ন এবং দক্ষিণে তিতাস নদীনবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

রামরাইল ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ এর অংশ। নিকট ভবিষ্যতে এই ইউনিয়ন পৌরসভায় যুক্ত হওয়ার প্রত্যয় রয়েছে।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রামরাইল ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.৬%।[] তবে ২২ সালের আদমশুমারী তে উল্লেখযোগ্যভাবে এর হাড় বেড়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

১. ধীরেন্দ্রনাথ দত্ত উচ্চ বিদ্যালয়, রামরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।

২. ভোলাচং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলাচং, রামরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।

হাট-বাজার

ভোলাচং কুরবানীর পশুর হাট, ভোলাচং, রামরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।

এই হাট ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলী থেকে দক্ষিণ দিকে যেকোনো যানবাহন যোগে ১০ মিনিটের দূরত্বে অবস্থিত। একটি ঐতিহ্যবাহী বাৎসরিক হাট এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্যতম কুরবানির পশুর হাট। প্রতিবছর ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন ব্যাপী এই হাট হয়ে থাকে।

এছাড়া রামরাইল বাজার উক্ত ইউনিয়নের সবচেয়ে জনবসতিপূর্ণ এলাকা। এই বাজার অতিক্রম করে শ্রীরামপুর, সোহাতা যাওয়া যায়।

সেন্দ বাজার, মোহাম্মদপুর বাজার, বিজেশ্বর বাজার, উলচাপাড়া বাজার সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে।

Remove ads

উল্লেখযোগ্য ব্যক্তি

দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads