শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
লুক্সেমবুর্গ ফুটবল ফেডারেশন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
লুক্সেমবুর্গ ফুটবল ফেডারেশন (লুক্সেমবার্গীয়: Lëtzebuerger Foussballfederatioun, ফরাসি: Fédération Luxembourgeoise de Football, জার্মান: Luxemburger Fußballföderation, ইংরেজি: Luxembourg Football Federation; এছাড়াও সংক্ষেপে এলএফএফ নামে পরিচিত) হচ্ছে লুক্সেমবুর্গের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৮ সালের ২২শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪৬ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর লুক্সেমবুর্গের মন্ডেরকাঙ্গে-এ অবস্থিত।
এই সংস্থাটি লুক্সেমবুর্গের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লুক্সেমবুর্গ জাতীয় বিভাগ, দামেস লীগ ১ এবং লুক্সেমবুর্গ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে লুক্সেমবুর্গ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পল ফিলিপ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জোয়েল উলফ।
Remove ads
সভাপতির তালিকা
- ম্যাক্স মেটজ (১৯০৮–১৯১৩)
- জুলস ফোরনেলে (১৯১৩–১৯১৫)
- রেনে লেকলেরে (১৯১৫–১৯১৭)
- জে. গেখউইন্ড (১৯১৭–১৯১৮)
- গিলাউমে লেমার (১৯১৮–১৯২০)
- গুস্তাভে জ্যাকেমার্ট (১৯২১–১৯৫০)
- এমিলি হামিলুস (১৯৫০–১৯৬১)
- অ্যালবার্ট কংস (১৯৬১–১৯৬৮)
- রেনে ভ্যান ডেন বুলকে (১৯৬৯–১৯৮১)
- রেমি ওয়াগনার (১৯৮১–১৯৮৬)
- বোর্বার্ট কোন্টার (১৯৮৬–১৯৯৮)
- হেনরি রোমার (১৯৯৮–২০০৪)
- পল ফিলিপ (২০০৪–বর্তমান)
কর্মকর্তা
- ৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads