শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল হচ্ছে দিন/রাতে অনুষ্ঠিত টুয়েন্টি২০ ক্রিকেট ম্যাচ, যেটি ২০১৯ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই খেলার মাধ্যমে ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিজয়ী দল নির্ধারিত হয়॥[][][][] ফাইনালে, ঢাকা ডাইনামাইটসকে ১৭ রানে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়ানস দ্বিতীয় শিরোপা লাভ করে।[] ফাইনালে ১৪১ রান করে তামিম ইকবাল ম্যাচসেরার পুরস্কার পান। ৫৫৮ রান করে রাইলি রুশো টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। সাকিব আল হাসান ২২ উইকেট নিয়ে উইকেট শিকারে শীর্ষ হন এবং আলরাউন্ডারের নৈপুণ্যে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন।[]

দ্রুত তথ্য প্রতিযোগিতা, কুমিল্লা ভিক্টোরিয়ানস ...
Remove ads

ফাইনালে যাওয়ার পথ

লিগ পর্যায়

প্লে-অফ

সেমি-ফাইনালপ্রিলিমিনারি ফাইনালফাইনাল
৪ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা৮ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা
রংপুর রাইডার্স১৬৫/৫ (২০ ওভার)কুমিল্লা ভিক্টোরিয়ান্স১৯৯/৩ (২০ ওভার)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স১৬৬/২ (১৮.৫ ওভার)৬ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকাঢাকা ডায়নামাইটস১৮২/৯ (২০ ওভার)
রংপুর রাইডার্স১৪২ (১৯.৪ ওভার)
৪ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকাঢাকা ডায়নামাইটস১৪৭/৫ (১৬.৪ ওভার)
চিটাগাং ভাইকিংস১৩৫/৮ (২০ ওভার)
ঢাকা ডায়নামাইটস১৩৬/৪ (১৬.৪ ওভার)

এলিমিনেটর

৪ ফেব্রুয়ারি ২০১৯
১৩:৩০
স্কোরকার্ড
চিটাগাং ভাইকিংস
১৩৫/৮ (২০ ওভার)
ঢাকা ডায়নামাইটস
১৩৬/৪ (১৬.৪ ওভার)
উপুল থারাঙ্গা ৫১ (৪৩)
খালেদ আহমেদ ৩/২০ (৪ ওভার)
ঢাকা ৬ উইকেটে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা) ও মাহফুজুর রহমান (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুনীল নারাইন (ঢাকা ডায়নামাইটস)
  • চিটাগাং ভাইকিংস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

কোয়ালিফায়ার

কোয়ালিফায়ার ১
৪ ফেব্রুয়ারি ২০১৯
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রংপুর রাইডার্স
১৬৫/৫ (২০ ওভার)
বেনি হাওয়েল ৫৩* (২৮)
সঞ্জিত সাহা ১/১৪ (৪ ওভার)
  • রংপুর রাইডার্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
কোয়ালিফায়ার ২
৬ ফেব্রুয়ারি ২০১৯
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রংপুর রাইডার্স
১৪২ (১৯.৪ ওভার)
ঢাকা ডায়নামাইটস
১৪৭/৫ (১৬.৪ ওভার)
রবি বোপারা ৪৯ (৪৩)
রুবেল হোসেন ৪/২৩ (৩.৪ ওভার)
  • ঢাকা ডায়নামাইটস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
Remove ads

ফাইনাল

পটভূমি

ফাইনাল ম্যাচটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকুমিল্লা ভিক্টোরিয়ানস এবং ঢাকা ডায়নামাইটস এর মধ্যে অনুষ্ঠিত হয়। কোয়ালিফায়ার ১ এ রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস এর মধ্যকার ম্যাচে জয়লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়ানস সরাসরি ফাইনালে যায়। ঢাকা ডায়নামাইটস কোয়ালিফায়ার ২ এ রংপুর রাইডার্স কে হারিয়ে ফাইনালে উঠে।

প্রতিবেদন

সারাংশ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads