শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব
আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হয়। ২০২১ সালের জুন ও জুলাই মাসে ফিনল্যান্ড ও বেলজিয়ামে উপ-আঞ্চলিক প্রতিযোগিতাগুলো খেলা হওয়ার কথা ছিল, এবং আঞ্চলিক ফাইনাল ২০২১ সালের অক্টোবরে স্পেনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[১] ২০১৮ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সদস্য দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হওয়া সকল পুরুষ টোয়েন্টি২০ (টি২০) ম্যাচকে আন্তর্জাতিক মর্যাদা প্রদান করে। সে কারণে আঞ্চলিক বাছাইপর্বের সবগুলো ম্যাচ টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[২]
২০২১ সালের মে মাসে কোভিড-১৯ মহামারির কারণে বেশ কয়েকবার স্থগিত হওয়ার পর উপ-আঞ্চলিক বাছাইপর্ব টুর্নামেন্টগুলো বাতিল করা হয়।[৩] উপ-আঞ্চলিক বাছাইপর্বসমূহ বাতিল হওয়ার ফলে ২০২০ সালের ৩০ এপ্রিলে আইসিসি পুরুষ টি২০ র্যাংকিং-এ এগিয়ে থাকার কারণে ইতালি, জার্মানি ও ডেনমার্ক যথাক্রমে গ্রুপ এ, বি ও সি থেকে আঞ্চলিক ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে।[৪][৫]
Remove ads
প্রেক্ষাপট
প্রাথমিকভাবে প্রতিটি উপ-আঞ্চলিক বাছাইপর্বের সেরা দলের আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হওয়ার কথা ছিল,[৬] এবং আঞ্চলিক ফাইনাল থেকে সেরা দুই দলের দুটি বৈশ্বিক বাছাইপর্বের একটিতে উত্তীর্ণ হওয়ার কথা ছিল।[৭] জার্সি ২০২০ সালের ১ জানুয়ারিতে র্যাংকিং-এ সেরা অবস্থানে থাকার কারণে সরাসরি আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয়।[৮] ২০২০ সালের ২৮ জানুয়ারি আইসিসি বাছাইপর্বের স্থান ও অংশগ্রহণকারী দলগুলোর নাম নিশ্চিত করে, যাতে ফিনল্যান্ডের সর্বপ্রথম আইসিসি ইভেন্ট আয়োজন নিশ্চিত হয়।[৯]
প্রথমে বাছাইপর্বগুলো ২০২০ সালের মে ও নভেম্বরের মধ্যে বেলজিয়াম, ফিনল্যান্ড ও স্পেনে খেলা হওয়ার কথা ছিল।[১০][১১][১২] কিন্তু ২০২০ সালের ২৪ মার্চ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করে যে ২০২০ সালের ২০ জুনের আগে অনুষ্ঠেয় সব বাছাইপর্ব কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত করা হয়েছে।[১৩] ইউরোপীয় গ্রুপগুলোর খেলা প্রাথমিকভাবে ২০২০ সালের আগস্ট মাসের শেষে স্পেনের লা মাংগা ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং ২০২০ সালের নভেম্বরের শেষে লা মাংগা ক্লাবেই আঞ্চলিক ফাইনালও অনুুষ্ঠিত হওয়ার কথা ছিল।[১৪] কিন্তু চলমান মহামারির কারণে বাছাইপর্বগুলোকে ২০২১ সালে নিয়ে আসা হয়, যেখানে দুটি ইভেন্ট অনুষ্ঠিত হত ফিনল্যান্ডে ও একটি বেলজিয়ামে।[১৫]
Remove ads
দলসমূহ
অংশগ্রহণকারী দলগুলোকে নিম্নলিখিত গ্রুপে ভাগ করা হয়:[১৬][১৭][১৮]
Remove ads
বাছাইপর্ব এ
বাছাইপর্ব এ প্রাথমিকভাবে ২০২০ সালের ১৬ থেকে ২২ মে সময়ে স্পেনের লা মাংগা ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[১৬][১৭] প্রথমে ইভেন্টটিকে ২০২০ সালের আগস্টের শেষে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীতে সেটিকে আবার স্থগিত করা হয়।[১৯] ২০২০ সালের ডিসেম্বরে আইসিসি ঘোষণা দেয় যে ৮ দলের টুর্নামেন্টটি ২০২১ সালের ৮ ও ১৩ জুলাই-এর মধ্যে অনুষ্ঠিত হবে। ফিনল্যান্ডকে টুর্নামেন্টটির আয়োজক ঘোষণা করা হয়।[১৫] গ্রুপ পর্বে এক গ্রুপে বুলগেরিয়া, সাইপ্রাস, ফ্রান্স ও ইসরায়েল এবং অন্য গ্রুপে ইতালি, মাল্টা, নরওয়ে ও স্পেনের খেলার কথা ছিল।[২০]
বাছাইপর্ব বি
বাছাইপর্ব বি-এর খেলাগুলো প্রাথমিকভাবে ২০২০ সালের ২৪ ও ৩০ জুনের মধ্যে ফিনল্যান্ডের কেরাভার কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ ও ভান্তার তিক্কুরিলা ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[১৬][১৭][২১] প্রথমে ইভেন্টটিকে ২০২০ সালের আগস্টের শেষে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীতে সেটিকে আবার স্থগিত করা হয়।[১৯] ২০২০ সালের ডিসেম্বরে আইসিসি ঘোষণা দেয় যে ৮ দলের টুর্নামেন্টটি ২০২১ সালের ৩০ জুন ও ৫ জুলাই-এর মধ্যে অনুষ্ঠিত হবে। ফিনল্যান্ডকে টুর্নামেন্টটির আয়োজক ঘোষণা করা হয়।[১৫]
Remove ads
বাছাইপর্ব সি
বাছাইপর্ব সি প্রাথমিকভাবে ২০২০ সালেল ১০ ও ১৬ জুনের মধ্যে বেলজিয়ামের ওয়াটারলুর নিকটবর্তী রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব ও গেন্টের বেলজীয় ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[১৬][১৭][২২] প্রথমে ইভেন্টটিকে ২০২০ সালের আগস্টের শেষে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীতে সেটিকে আবার স্থগিত করা হয়।[১৯] ২০২০ সালের ডিসেম্বরে আইসিসি ঘোষণা দেয় যে ৮ দলের টুর্নামেন্টটি ২০২১ সালের ৫ ও ১০ জুলাই-এর মধ্যে অনুষ্ঠিত হবে। বেলজিয়ামকে টুর্নামেন্টটির আয়োজক ঘোষণা করা হয়।[১৫] গ্রুপ পর্বে এক গ্রুপে চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, আইল অব ম্যান ও রোমানিয়া এবং অন্য গ্রুপে অস্ট্রিয়া, বেলজিয়াম, পর্তুগাল ও সার্বিয়ার খেলার কথা ছিল।[২৩]
Remove ads
আঞ্চলিক ফাইনাল
সারাংশ
প্রসঙ্গ
২০২০ সালের ডিসেম্বরে আইসিসি ঘোষণা দেয় যে ৪ দলের টুর্নামেন্টটি ২০২১ সালের ১৫ ও ২১ অক্টোবরের মধ্যে স্পেনে অনুষ্ঠিত হবে, এবং দুটি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হবে।[৪][১৫] অক্টোবর মাসের শুরুতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়।[২৪]
টুর্নামেন্টে জার্সি অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বৈশ্বিক বাছাইপর্বে খেলার যোগ্যতা লাভ করে।[২৫][২৬] নেট রান রেটে ইতালির চেয়ে এগিয়ে থাকায় জার্মানি দ্বিতীয় স্থান অর্জন করে বৈশ্বিক বাছাইপর্বে খেলার যোগ্যতা লাভ করে।[২৭]
দলীয় সদস্য
ফয়সাল কাসেমকে জার্মানি দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৩২]
পয়েন্ট তালিকা
উৎস: ইএসপিএনক্রিকইনফো
মূল বাছাইপর্বে উত্তীর্ণ
সূচি
ব |
||
হ্যারিসন কারলায়ন ৫০ (৪৪) সাহির নাকাশ ৩/৩০ (৪ ওভার) |
তালহা খান ৩২ (২৮) চার্লস পারচার্ড ২/৩২ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ফয়সাল বিন মোবাশির (জার্মানি), আসা ট্রাইব ও জ্যাক ট্রাইব (জার্সি)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
সূর্য আনন্দ ৩১ (২৪) জসপ্রীত সিং ২/১০ (৩ ওভার) |
জান-পিয়েরো মিড ২৮ (২৮) দেলাওয়ার খান ২/৫ (৩ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- গ্যারেথ বার্গ, গ্র্যান্ট স্টুয়ার্ট, জেমি গ্রাস্সি, দামিথ বর্ণকুলসূর্য, নিকোলাই স্মিথ, মদুপা ফার্নান্দো (ইতালি), শাকেরউল্লাহ সাফি ও সঞ্জীব থানিকৈতাসন (ডেনমার্ক)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
ফ্রেডেরিক ক্লকার ২৯* (২৮) বিষ্ণু ভারতী ২/১৫ (৪ ওভার) |
ফয়সাল বিন মোবাশির ৩৬ (৩৭) সাইফ আহমেদ ১/১৩ (৪ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ফায়াজ খান (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
বেনজামিন ওয়ার্ড ৩৩* (১৮) জসপ্রীত সিং ২/১৭ (৩ ওভার) |
জেমি গ্রাস্সি ২০ (২২) চার্লস পারচার্ড ২/১৬ (৩.২ ওভার) |
- জার্সি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
বেনজামিন ওয়ার্ড ৩২ (৩৯) বশির আহমেদ শাহ ৩/৬ (৪ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ড্যানিয়েল বিরেল (জার্সি)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
গ্র্যান্ট স্টুয়ার্ট ২৭ (২৫) মুসলিম ইয়ার আশরাফ ৩/১৮ (৪ ওভার) |
ডিলান ব্লিগনট ৩৬* (৪৮) মদুপা ফার্নান্দো ২/২০ (৪ ওভার) |
- ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আমির শরিফ (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
গ্র্যান্ট স্টুয়ার্ট ৫১ (৩১) সাইফ আহমেদ ২/২১ (৪ ওভার) |
সূর্য আনন্দ ৩৬ (২৬) জান-পিয়েরো মিড ৩/১৮ (৪ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিলাল আফতাব (ডেনমার্ক)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
ডিলান ব্লিগনট ২৭ (২৭) বেনজামিন ওয়ার্ড ৪/১৮ (৪ ওভার) |
জ্যাক ট্রাইব ২৫ (২৩) সাহির নাকাশ ২/৯ (২ ওভার) |
- জার্মানি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- চার্লি ব্রেনান (জার্সি)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
জয় পেরেরা ২৩ (২৫) ড্যানিয়েল বিরেল ২/১৫ (৪ ওভার) |
জেক ডানফোর্ড ৪৫* (৫৩) মদুপা ফার্নান্দো ১/১৮ (৪ ওভার) |
- জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
সঞ্জীব থানিকৈতাসন ৩৫ (৩২) মুসলিম ইয়ার আশরাফ ৩/২৫ (৪ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আবসার খান (ডেনমার্ক)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
জয় পেরেরা ৪৫ (৫৩) ডিলান ব্লিগনট ৪/১৮ (২ ওভার) |
ডিটার ক্লাইন ২৮* (১৮) মদুপা ফার্নান্দো ২/১৫ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ডিলান ব্লিগনট প্রথম জার্মান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[৩৩]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads