ইন্টারনেট রিলে চ্যাট' (ইংরেজি: Internet Relay Chat) বা আইআরসি (IRC) হচ্ছে সরাসরি বার্তা আদানপ্রদান বা চ্যাটের একটি মাধ্যম।[1] একই সাথে অনলাইন কনফারেন্স বা মিটিংয়ের কাজেও এই মাধ্যম ব্যবহৃত হয়। মূলত আলোচনা ফোরামগুলোর (যা চ্যানেল নামে পরিচিত) গ্রুপভিত্তিক সরাসরি আলোচনার জন্য এই মাধ্যমের উৎপত্তি।[2] সেই সাথে ব্যক্তিগত বার্তা পাঠানো বা একক যোগাযোগের সুযোগও এখানে আছে।[3] বার্তা আদানপ্রদান ছাড়াও আইআরসি-এর মাধ্যমে ফাইল শেয়ারও করা সম্ভব।[4]

Thumb
বিশ্বের প্রথম আইআরসি সার্ভার, যার নাম: tolsun.oulu.fi। এটি একটি সান-৩ সার্ভার। ২০০১ সালে গ্রহণকৃত এই ছবিটি ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওউলু কম্পিউটার সেন্টার থেকে গৃহীত
Thumb
উইন্ডোজে একটি আইআরসি ক্লায়েন্ট এপ্লিকেশন হেক্সচ্যাট

আইআরসি আবিষ্কৃত হয় ১৯৮৮ সালে। ইন্টারনেট এক্সেস সাপোর্ট করে এমন প্রায় সকল কম্পিউটারের জন্য আইআরসি ক্লায়েন্ট রয়েছে। ২০০৯ সালে মে পর্যন্ত এক পরিসংখ্যানে জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ ১০০টি আইআরসি নেটওয়ার্কের, কয়েক হাজার চ্যানেলে, একই সময়ে প্রায় পাঁচ লক্ষ মানুষ সক্রিয় থাকে। বিশ্বব্যাপী আইআরসি সার্ভারের সংখ্যা গড়ে প্রায় ১,৫০০।[5]

বেশিরভাগ আইআরসি সার্ভারে সংযুক্ত হতে ব্যবহারকারীদেরকে অ্যাকাউন্ট নিবন্ধন করার প্রয়োজন পড়ে না, তবে সংযুক্ত হওয়ার সময় একটি ডাকনাম ব্যবহারের প্রয়োজন হয়।

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

আরও পড়ুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.