ইমপ্রেস টেলিফিল্ম (ইংরেজি: Impress Telefilm) এটি একটি বাংলাদেশী চলচ্চিত্র নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান। ইমপ্রেস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম।[1] পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন টিভি ধারাবাহিক ও সাপ্তাহিক টেলিফিল্ম নির্মাণ করে। ইমপ্রেস টেলিফিল্ম বাংলাদেশে বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণে এক অনন্য প্রতিষ্ঠান।

দ্রুত তথ্য ধরন, শিল্প ...
ইমপ্রেস টেলিফিল্ম
ধরনবেসরকারী লিমিটেড কোম্পানি
শিল্পমোশন পিকচার
প্রতিষ্ঠাকাল১৯৯৬
প্রতিষ্ঠাতাফরিদুর রেজা সাগর উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
ফরিদুর রেজা সাগর
ইবনে হাসান খান
পণ্যসমূহচলচ্চিত্র নির্মাণ
চলচ্চিত্র বিতরণ
টিভি ধারাবাহিক নির্মাণ
সাপ্তাহিক নাটক নির্মাণ
ওয়েবসাইটইমপ্রেস টেলিফিল্ম
বন্ধ

উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ

সঙ্গীতধর্মী অণুষ্ঠান
  • মিউজিক হরিজোন – পরিচালক ফেরদৌস বাপ্পি
  • মিউজিক নেক্সট জেনারেশন – পরিচালক ফেরদৌস বাপ্পি
  • মেলোডি মোমেন্টস – পরিচালক সোহেল আরমান
  • অণুভবে অণুক্ষনে
  • আনন্দধারা (রবীন্দ্র সঙ্গীত) – প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের সঙ্গীতধর্মী অণুষ্ঠান
  • চিরদিনের গান – পুরানো দিনের নির্বাচিত বিখ্যাত শিল্পীদের গান
টেলিফিল্ম
ধারাবাহিক নাটক
  • দোলা
  • চিঠি
  • অনাসৃষ্টি
  • অণুরাগের রঙ
  • ফিফটি ফিফটি
  • যা হারিয়ে যাই
  • নিজে সময়
  • চ্যালেঞ্জে
  • তোমার বসন্ত দিনে
টিভি রিপোর্টিং
ম্যাগাজিন অণুষ্ঠান
  • শুভেচ্ছা – পরিচালনা আব্দুন নূর তুষার (বাংলাদেশ টেলিভিশন)
  • ফ্লপ শো – পরিচালনা ইফতেখার মুনিম
  • ইউর চয়েস ওলে ওলে – পরিচালনা আসিফ মির্জা
বিশেষ অণুষ্ঠান
  • ঈদ আনন্দমেলা
  • ঈদ ২০০০
প্রামাণ্যচিত্র
  • "কাফেলা" - ইসলামের ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণ বিষয়ক প্রামাণ্যচিত্র

চলচ্চিত্রের তালিকা

দারুচিনি দ্বীপ

প্রযোজিত ও পরিবেশিত চলচ্চিত্র

আরও তথ্য বছর, চলচ্চিত্র ...
বছর চলচ্চিত্র পরিচালক নোটস
১৯৯৬দীপু নাম্বার টুমোরশেদুল ইসলামজাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
২০০০কিত্তনখোলাআবু সাইয়ীদজাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
২০০২মেঘলা আকাশনারগিস আক্তারজাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
২০০৩কখনো মেঘ কখনো বৃষ্টিমৌসুমীজাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
২০০৪রং নাম্বারমতিন রহমার
২০০৪ব্যাচেলরমোস্তফা সরয়ার ফারুকীজাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
২০০৪শাস্তিচাষী নজরুল ইসলামএটি বাংলাদেশে রবীন্দ্র সাহিত্যের প্রথম অণুপম চলচ্চিত্রায়ন
২০০৪জয়যাত্রাতৌকির আহমেদসাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
২০০৪মেঘের পরে মেঘচাষী নজরুল ইসলাম
২০০৪কাল সকালেআমজাদ হোসেন
২০০৪শ্যামল ছায়াহুমায়ূন আহমেদ২০০৬ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল।
২০০৫মেহের নেগারমৌসুমীকবি কাজী নজরুল ইসলাম এর একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র
২০০৬বকুল ফুলের মালাদেলোয়ার জাহান ঝন্টু
২০০৬সুভাচাষী নজরুল ইসলামএটি বাংলাদেশে রবিন্দ্রসাহিত্যের দ্বিতীয় চলচ্চিত্র
২০০৬মেড ইন বাংলাদেশমোস্তফা সরয়ার ফারুকী
২০০৬দূরত্বমোরশেদুল ইসলাম
২০০৬নিরন্তরমোরশেদুল ইসলাম২০০৭ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল।
২০০৭দারুচিনি দ্বীপতৌকির আহমেদসাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
২০০৭আহা!এনামুল করিম নির্ঝরচারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
২০০৭স্বপ্নডানায়গোলাম রাব্বানী বিপ্লব২০০৮ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল।
২০০৭একজন সঙ্গে ছিলশওকত জামিলতিনটি বিভাগে বাচসাস চলচ্চিত্র ও সংস্কৃতি পুরস্কার বিজয়ী
২০০৮আমার আছে জলহুমায়ূন আহমেদ
২০০৯বৃত্তের বাইরেগোলাম রাব্বানী বিপ্লব২০০৯ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল।
২০০৯থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারমোস্তফা সরয়ার ফারুকী
২০১০ডুবসাঁতারনূরুল আলম আতিক
২০১০গহীনে শব্দখালিদ মাহমুদ মিঠু
২০১০মনের মানুষগৌতম ঘোষযৌথ প্রযোজনায় নির্মিত রোজভ্যালি ফিল্মস লিঃভেস্কটেশ ফিল্মস প্রাঃ লিঃ এর সাথে
২০১১মধুমতিশাহজাহান চৌধুরী
২০১১আমার বন্ধু রাশেদমোরশেদুল ইসলাম
২০১১কুসুম কুসুম প্রেমমুশফিকুর রহমান গুলজার
২০১২লাল টিপস্বপন আহমেদ
২০১২ঘেটুপুত্র কমলাহুমায়ূন আহমেদ২০১২ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছে।[2]
২০১৩দেবদাসচাষী নজরুল ইসলামএটি বাংলাদেশে দেবদাস'র দ্বিতীয় ও প্রথম রঙ্গিন সংস্করণ চলচ্চিত্র
২০১৩শিরি ফরহাদগাজী মাহবুবঐতিহাসিক গল্প শিরি-ফরহাদ'র দ্বিতীয় ও প্রথম রঙ্গিন সংস্করণ চলচ্চিত্র
২০১৩আকাশ কত দূরেসামিয়া জামান
২০১৪জোনাকির আলোখালিদ মাহমুদ মিঠু
২০১৫ঘাসফুলআকরাম খান
২০১৬কৃষ্ণপক্ষমেহের আফরোজ শাওন২৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মুক্তি পায়।
২০২২পায়ের ছাপসাইফুল ইসলাম মন্নু
২০২২দামালরায়হান রাফি২৮ অক্টোবর ২০২২ তারিখে মুক্তি পায়।
২০২২ছিটমহলহাবিবুর রহমান হাবিব
২০২২পাপ পূণ্যগিয়াস উদ্দিন সেলিম২০ মে ২০২২ তারিখে মুক্তি পায়।
২০২৩পায়ের তলায় মাটি নেইমোহাম্মদ রাব্বি মৃধা
২০২৩রক্তজবা চলচ্চিত্রনিয়ামুল মুক্তা
২০২৩পাতালঘরনূর ইমরান মিঠু
বন্ধ

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.