ঘুরি রাজবংশ (ফার্সি: سلسله غوریان; self-designation: Shansabānī) ছিল পূর্ব ইরানীয় সুন্নি মুসলিম রাজবংশ। এই রাজবংশ তাজিক বংশোদ্ভূত বলে ধারণা করা হয়। সাম্রাজ্যের সর্বোচ্চ সীমায় থাকাকালে আধুনিক আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানইরান এর অন্তর্ভুক্ত ছিল।[17] ৮ম শতক থেকে শাসক হিাসাবে এবং ১১৭৫ থেকে ১২১৫ সাল পর্যন্ত এই রাজবংশ শাসন ক্ষমতায় ছিল[18] এবং গজনভিদের উত্তরাধিকারী হয়।[19] ঘুরি রাজবংশের কেন্দ্র ছিল বর্তমান আফগানিস্তানের ঘুর প্রদেশ বা মান্দেশ। এটি পশ্চিমে বৃহত্তর খোরাসান এবং পূর্বে বঙ্গ পর্যন্ত পৌছেছিল।[20] প্রথম রাজধানী ছিল ঘুরের ফিরোজকোহ। পরবর্তীতে তা হেরাতে[11] স্থানান্তর করা হয়। এর পাশাপাশি গজনি[12]লাহোরকে অতিরিক্ত রাজধানী হিসেবে ব্যবহার করা হত, বিশেষত শীতের সময়। ঘুরিরা পারস্য সংস্কৃতি ও ঐতিহ্যের পৃষ্ঠপোষক ছিলেন।[21] এই সাম্রাজ্যই ছিল প্রথম মুসলিম সাম্রাজ্য যা বাংলা জয় করেছিল।[22]

দ্রুত তথ্য ঘুরি সালতানাত শানসাবানি, রাজধানী ...
ঘুরি সালতানাত

শানসাবানি
৮৭৯ সালের পূর্বে–১২১৫
মুহাম্মদ ঘুরির মৃত্যুর পূর্বে সাম্রাজ্য। পশ্চিমে নিশাপুর এবং মার্ভ, কাস্পিয়ান সাগরের গোরান পর্যন্ত। পূ্র্বদিকে, ঘুরি বাংলায় আক্রমণ করে।
মুহাম্মদ ঘুরির মৃত্যুর পূর্বে সাম্রাজ্য।[1][2][9] পশ্চিমে নিশাপুর এবং মার্ভ,[4][5] কাস্পিয়ান সাগরের গোরান পর্যন্ত।[6][7] পূ্র্বদিকে, ঘুরি বাংলায় আক্রমণ করে।[8]
রাজধানীফিরোজকোহ[10]
হেরাত[11]
গজনি (১১৭০ দশক-১২১৫)[12]
লাহোর (শীতকালীন)
প্রচলিত ভাষাফারসি (সরকারি ও দরবার)[13]
ধর্ম
১০১১ এর পূর্বে:
পৌত্তলিকতা[14]
১০১১ থেকে:
সুন্নি[15]
সরকাররাজতন্ত্র
মালিক/সুলতান 
 ৯ম-১০ শতাব্দি
আমির সুরি (প্রথম)
 ১২১৪-১২১৫
আলাউদ্দিন আলি (শেষ)
ইতিহাস 
 প্রতিষ্ঠা
৮৭৯ সালের পূর্বে
 বিলুপ্ত
১২১৫
আয়তন
আনু. ১২০০[16]২০,০০,০০০ বর্গকিলোমিটার (৭,৭০,০০০ বর্গমাইল)
পূর্বসূরী
উত্তরসূরী
গজনভি সাম্রাজ্য
সেলজুক সাম্রাজ্য
দিল্লি সালতানাত
খোয়ারিজমীয় রাজবংশ
বর্তমানে যার অংশ
বন্ধ

ঘুরিদের পর পারস্যে খোয়ারিজমীয় সাম্রাজ্যভারত উপমহাদেশে দিল্লি সালতানাতে মামলুক সালতানাত ক্ষমতায় আসে।

আব্বাসি খলিফা মুতাসিম বিল্লাহ সর্বপ্রথম মামলুকদের দিয়ে একটি সামরিক ইউনিট গঠন করেন এবং তাদেরকে পারসিক ও আরবদের স্থলাভিষিক্ত করেন। তার মানে মামলুকদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন আব্বাসীয় খলিফা মুসতাসিম বিল্লাহ এবং মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতা মুলত নাজিমুদ্দিন আইবেক। তার হাত ধরেই মামলুকরা রাষ্ট্রের কেন্দ্র বিন্দুতে চলে আসে। সাজারা তুদ দুর কেও মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতা বলেন অনেকে। কে আসলে মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতা তা বড় কথা নয়

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.