শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
তাকবির
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
তাকবির (تَكْبِير) একটি ইসলামি পরিভাষা। এর মাধ্যমে আরবি আল্লাহু আকবার বাক্য বোঝায় যার অর্থ “আল্লাহ সবচেয়ে মহান”। ইসলামে তাকবির ধ্বনির বহুবিধ ব্যবহার রয়েছে। নামাজ, আজান, ইকামত, জিহাদ, পশু জবাই, আনন্দ বা বিপদের সময় আল্লাহকে স্মরণ, ইত্যাদি ক্ষেত্রে তাকবির ধ্বনির ব্যবহার হয়। এছাড়াও বিভিন্ন মুসলিম রাষ্ট্রের পতাকায় আল্লাহু আকবার উৎকীর্ণ রয়েছে।
পতাকায় উৎকীর্ণ তাকবির
- আফগানিস্তানের পতাকায় শাহাদাহ্র নিচে তাকবির
- ইরাকের পতাকায় কুফিক লিপিতে উৎকীর্ণ তাকবির
- ১৯৮০ সালে চালুকৃত ইরানের পতাকা
- ১৯৩০ এর দশকে ওয়াজিরিস্তান প্রতিরোধ আন্দোলনের পতাকা
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads