পরিপূরক রঙ হলো এক জোড়া রং যাদের একত্র করলে একটি অপরটিকে নিষ্ক্রিয় করে দেয়। অর্থাৎ রঙদুটো মেশালে তা সাদা বা কালো বর্ণ ধারণ করে।[1] আর পাশাপাশি বসালে রঙদুটোর মধ্যে তীব্রতম বৈপরিত্য দেখা যায়। এরকম তীব্র বর্ণ দ্বন্দ্বের কারণে মাঝেমধ্যে এদের জন্যে বিপরীত রং শব্দবন্ধটি বেশি উপযুক্ত মনে করা হয়।

Thumb
ঐতিহ্যবাহী আরওয়াইবি রং মডেলে পরিপূরক রঙসমূহ।

কোন রং যুগলকে পরিপূরক বলা হবে তা রঙতত্ব বা মডেলের উপর নির্ভর করে:

  • আধুনিক রঙতত্বে ব্যবহৃত আরজিবি সংযোজী মডেল বা সিএমওয়াইকে বিভাজক মডেলে পরিপূরক যুগল হলো লাল-সায়ান, সবুজ-ম্যাজেন্টা এবং নীল-হলুদ
  • ঐতিহ্যবাহী আরওয়াইবি রং মডেলে পরিপূরক রং যুগলসমূহ হলো লাল-সবুজ, হলুদ-পার্পল এবং নীল-কমলা। তবে এরা পরিপূরক রঙের আধুনিক সংজ্ঞায় পড়ে না, কারণ মিশ্রিত করলে এরা বাদামি বর্ণ ধারণ কথে।
  • অপোনেন্ট প্রসেস তত্বানুসারে সবচেয়ে বৈসাদৃশ্যপূর্ণ বা বিষম রঙযুগল হলো লাল-সবুজ এবং নীল-হলুদ।

ব্যবহারিক প্রয়োগ

নন্দনতাত্ত্বিকভাবে আনন্দদায়ক শিল্প এবং গ্রাফিক নকশায় পরিপূরক রঙের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন লোগো বা দোকানের সাইনবোর্ডেও এর প্রয়োগ হয়। পাশাপাশি রাখলে পরিপূরক রঙদ্বয় পরস্পরকে আরো বেশি উজ্জ্বলভাবে ফুটিয়ে তোলে।

পরিপূরক রঙের অন্যরকম ব্যবহারিক প্রয়োগও আছে। কমলা ও নীল পরিপূরক রং হওয়ায় লাইফবোট বা ভেলাগুলো সবসময়ই কমলা রং করা হয়, যাতে জাহাজ বা বিমান থেকে নীল সমুদ্রের বুকে নৌকাটি স্পষ্টভাবে দেখা যায়।

অ্যানাগ্লিফ থ্রিডি সিস্টেমে কম্পিউটার পর্দায় ত্রিমাত্রিক ছবি তৈরি করতে লাল ও সায়ান রঙের কাচ ব্যবহার করা হয়।

‎আরও দেখুন

  • পরিপূরক তরঙ্গদৈর্ঘ্য

টীকা ও উদ্ধৃতি

গ্রন্থপঞ্জি

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.