পার্ক জিমিন (কোরীয়: 박지민, জন্ম - অক্টোবর ১৩, ১৯৯৫), জিমিন নামেই বেশি পরিচিত, একজন দক্ষিণ কোরিয়ান গায়ক, সংগীত-রচয়িতা এবং নৃত্যশিল্পী।  তিনি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত বয়ব্যান্ড বিটিএস এর প্রধান নৃত্যশিল্পী এবং গায়ক।[1] ২০১৩ সালে তিনি বিটিএস এর একজন সদস্য হিসাবে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন।

দ্রুত তথ্য পার্ক জিমিন, জন্ম ...
পার্ক জিমিন
Thumb
মার্চ ২০২৩ সালে জিমিন
জন্ম (1995-10-13) অক্টোবর ১৩, ১৯৯৫ (বয়স ২৮)
বুসান, দক্ষিণ কোরিয়া
জাতীয়তাদক্ষিণ কোরিয়ান
পেশা
  • গায়ক
  • গীতিকার
  • নৃত্যশিল্পী
  • সংগীত-রচয়িতা
কর্মজীবন২০১৩-বর্তমান
পুরস্কারহওয়াগোয়ান অর্ডার অফ কালচারাল মেরিট (২০১৮)
সঙ্গীত কর্মজীবন
উদ্ভবদক্ষিণ কোরিয়া
ধরন
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল২০১৩-বর্তমান
লেবেল
  • বিগহিট
কোরীয় নাম
হাঙ্গুল박지민
হাঞ্জা
সংশোধিত রোমানীকরণBak Ji-min
ম্যাক্কিউন-রাইশাওয়াPak Chimin
স্বাক্ষর
Thumb
বন্ধ

জীবন ও ক্যারিয়ার

প্রথম জীবন ও ক্যারিয়ার

জিমিন ১৯৯৫ এর অক্টোবর ১৩ তারিখে Geumjeong District, Busan , দক্ষিণ কোরিয়াতে জন্মগ্রহণ করেন।[1] পরিবারে তাঁর মা, বাবা এবং একজন ছোট ভাই আছেন। [1] জিমিন বুসানের হেডং এলেমেন্টারি স্কুলে এবং ইওনসান মিডল স্কুলে পড়ালেখা করেন।[2] মিডল স্কুলে থাকাকালীন সময়ে তিনি Just Dance Academy তে অংশগ্রহণ করেন এবং লকিং ও পপিং নাচ শেখেন।[3] বুসান হাই স্কুল অফ আর্টসে তিনি আধুনিক নাচ শেখেন এবং মডার্ন ড্যান্স ডিপার্টমেন্টে সেরা নৃত্যশিল্পী হিসেবে ঘোষিত হন। [4] একজন শিক্ষকের পরামর্শেই তিনি এনটারটেইনমেন্ট কোম্পানিতে অডিশন দিতে মনস্থির করেন যা তাঁকে বিগ হিট এনটারটেইনমেন্ট পর্যন্ত নিয়ে আসে। ২০১২ সালে অডিশনে পাশ করার পর তিনি কোরিয়ান আর্টস হাইস্কুলে স্থানান্তরিত হন এবং ২০১৪ সালে সেখান থেকে স্নাতক অর্জন করেন। [5] বর্তমানে জিমিন Global Cyber University এর একজন ছাত্র। [6]

বিটিএস

২০১৩ সালের জুন ১২তে জিমিন বিটিএস এর সদস্য হিসেবে তাঁর ডেবেউ সিঙ্গেল "No More Dream" প্রকাশ করেন।[1] এই ব্যান্ডে জিমিন একই সাথে সঙ্গীত ও নৃত্যে অংশগ্রহণকারী শিল্পী হিসেবে আবির্ভূত হন। বিটিএস থেকে জিমিন দুইটি সোলো গান প্রকাশ করেনঃ Lie এবং Serendipity যেগুলোর মধ্য Lie ২০১৬ এর Wings অ্যালবাম থেকে প্রকাশিত হয়। Wings অ্যালবামটিকে অত্যন্ত নাটকীয়, চমকপ্রদ, রহস্যময় বলে বর্ণনা করা হয়েছে যা পরিপূর্ণভাবে অ্যালবামটির সারকথা প্রকাশে সক্ষম হয়েছে।[7] অপরদিকে, Love Yourself: Her অ্যালবাম থেকে "Serendipity" সিঙ্গেলটি কোমল, ভালবাসার সাধারন কৌতূহল ও জীবনের সহজ আনন্দকে উপস্থাপন করেছে। [8]

জিমিনের Lie এবং Serendipity দুইটি গানই ৫০ মিলিয়নের বেশি Spotify streams পেয়েছে যা Psy "Gentleman" এর পর কোন K-Pop সিঙ্গেল এর জন্য প্রথমবারের মতো একটি যুগান্তকারী রেকর্ড।[1][9] SoundCloud এর তথ্যমতে, জিমিনের "Promise" (2018)গানটিই ডেবেউ সিঙ্গেল হিসেবে ২৪ ঘণ্টায় সবচেয়ে বড় রেকর্ড অর্জনকারী। [10] বর্তমানে এটি সবচেয়ে বেশি স্ট্রীম পাওয়া K-Pop গান।

২০১৮ এর ২৫ অক্টোবর, জিমিন বিটিএস এর বাকি সদস্যসহ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এর কাছ থেকে Order of Cultural Merit (South Korea) সম্মাননা লাভ করেন।[11][12]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.