মনু বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[2][3] এই আসনটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্রটি ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[4][5] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭২ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সাত বার)।[6]

দ্রুত তথ্য মনু, দেশ ...
মনু
বিধানসভা কেন্দ্র
Thumb
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ৩৯ নং চিহ্নিত কেন্দ্রটি মনু
দেশ ভারত
রাজ্যত্রিপুরা
জেলাদক্ষিণ ত্রিপুরা
কেন্দ্র নং৩৯
লোকসভাত্রিপুরা পূর্ব
সংরক্ষণতফসিলি উপজাতি
ভোটদাতা৪২,৮৯৯ (২০১৮)[1]
বন্ধ

ভোটার পরিসংখ্যান

২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪২,৮৯৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২১,৯২৫ জন এবং নারী ভোটার ২০,৯৭৪ জন। মনু বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ৯৫৭। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৩৮,৩২৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৯,৫৯৮ জন এবং নারী ভোটার ১৮,৭৩১ জন।

বিধানসভার সদস্য

আরও তথ্য নির্বাচন, বিধায়ক ...
নির্বাচন বিধায়ক[7] দল সময়কাল
১৯৭২ হরিচরণ চৌধুরী কংগ্রেস ১৯৭২-৭৭
১৯৭৭ মাতাহারী চৌধুরী সিপিআই(এম) ১৯৭৭-৮৩
১৯৮৩ অংজু মগ কংগ্রেস ১৯৮৩-৯৩
১৯৮৮
১৯৯৩ জিতেন্দ্র চৌধুরী সিপিআই(এম) ১৯৯৩-২০১৪
১৯৯৮
২০০৩
২০০৮
২০১৩
২০১৪
উপনির্বাচন
প্রভাত চৌধুরী ২০১৪-বর্তমান
২০১৮
বন্ধ

নির্বাচনী ফলাফল

২০১৮ ফলাফল

আরও তথ্য ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৮: মনু, দল ...
ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৮: মনু[8]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) প্রভাত চৌধুরী ১৯,৪৩২ ৪৮.০৩
আইপিএফটি ধনঞ্জয় ত্রিপুরা ১৯,২৩৯ ৪৭.৫৫
কংগ্রেস মোংলা মগ ৮১৯ ২.০২
স্বতন্ত্র কাঞ্চাই মগ ৪৮৩ ১.১৯
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৪৮৫ ১.২০ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ১৯৩ ০.৪৮
ভোটার উপস্থিতি ৪০,৪৫৮ ৯৪.৩১
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং
বন্ধ

২০১৩ ফলাফল

আরও তথ্য ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৩: মনু, দল ...
ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৩: মনু[9]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) জিতেন্দ্র চৌধুরী ২১,৩২০ ৫৮.০৭
কংগ্রেস চণ্ডীচরণ ত্রিপুরা ১৪,৪২৪ ৩৯.২৯
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৯৭১ ২.৬৪
সংখ্যাগরিষ্ঠতা ৬,৮৯৬ ১৮.৭৮
ভোটার উপস্থিতি ৩৬,৭৯৯ ৯৬.০১
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং
বন্ধ

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.