সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (ইংরেজি: Central Intelligence Agency) (CIA), যা সিআইএ নামেও পরিচিত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা।

দ্রুত তথ্য সংস্থার রূপরেখা, গঠিত ...
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি
Thumb
সিআইএ'র সরকারি সিলমোহর
Thumb
সিআইএ'র পতাকা
সংস্থার রূপরেখা
গঠিত১৮ সেপ্টেম্বর, ১৯৪৭
পূর্ববর্তী সংস্থা
  • সেন্ট্রাল ইন্টেলিজেন্স গ্রুপ
সদর দপ্তরজর্জ বুশ সেন্টার ফর ইন্টেলিজেন্স ল্যাঙ্গলি, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
নীতিবাক্যদেশের সেবায়, সেন্টার ফর ইন্টেলিজেন্স
কর্মীগোপনীয়[1][2] আনুমানিক ২১,৫৭৫[3]
বার্ষিক বাজেটগোপনীয় ($১৪.৭ বিলিয়ন, ২০১৩ অনুসারে)[4][5][6]
সংস্থা নির্বাহী
  • মাইক পম্পেও,
    (পরিচালক)
  • স্টিফেন কাপেস,
    (উপ পরিচালক)
  • জিনা হাসপেল
ওয়েবসাইটwww.cia.gov
বন্ধ

এটি একটি স্বাধীন সংস্থা, যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে গঠিত অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস (OSS)-এর উত্তরসূরী হিসেবে সিআইএ'র জন্ম। এর কাজ ছিলো যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর বিভিন্ন শাখা-প্রশাখার মধ্যে তথ্য আদান-প্রদান করা। ১৯৪৭ সালে অনুমোদিত হওয়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে সিআইএ গঠন করা হয়, যাতে বলা হয় ‘এটি কোনো পুলিশ বা আইন রক্ষাকারী প্রতিষ্ঠান নয়, দেশে কিংবা বিদেশে যেখানেই কাজ করুক না কেনো’।

সিআইএ'র প্রাথমিক কাজ হচ্ছে বিদেশি সরকার, সংস্থা ও ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা এবং তা জাতীয় নীতিনির্ধারকদের কাছে তা সরবরাহ ও পরামর্শ প্রদান করা। সিআইএ এবং এর দায়বদ্ধতা ২০০৪ সালে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ২০০৪-এর ডিসেম্বরের পূর্বে সিআইএ ছিলো যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা; এটি শুধু নিজের কর্মকাণ্ডই নয়, বরং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ডও দেখাশোনা করতো। কিন্তু ২০০৪ সালে অনুমোদিত ইন্টেলিজেন্স রিফর্ম অ্যান্ড টেররিজম প্রিভেনশন অ্যাক্ট, ২০০৪ দ্বারা তা পরিবর্তিত হয়।

আরো দেখুন

আরো পড়ুন

বহিঃসংযোগ

অন্যান্য

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.