শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দক্ষিণ ভারত
ভারতের দক্ষিণাংশ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দক্ষিণ ভারত বা উপদ্বীপীয় ভারত বলতে ভারতের দক্ষিণপ্রান্তের উপদ্বীপীয় অংশটিকে বোঝায়। এর মূলভূখণ্ড অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু ও তেলেঙ্গানা রাজ্য এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপকে এই অঞ্চলের অন্তর্গত করা হয়। এই অঞ্চল পূর্বদিকে বঙ্গোপসাগর, পশ্চিমদিকে আরব সাগর ও দক্ষিণে ভারত মহাসাগর দ্বারা আবদ্ধ।
দক্ষিণ ভারতের ভূগোল বৈচিত্র্যপূর্ণ। এখানে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা এবং মাঝে দাক্ষিণাত্য মালভূমি অবস্থিত। কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, তুঙ্গভদ্রা ও ভাইগাই নদী এই অঞ্চলে জলের অন্যতম উৎস। কোচি, কোয়েম্বাটুর, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ এই অঞ্চলের সবচেয়ে জনবহুল শহর।
দক্ষিণ ভারতের অধিকাংশ জনগণ কন্নড়, তামিল, তেলুগু ও মালয়ালম—এই চারটি দ্রাবিড় ভাষার মধ্যে যেকোনো একটির বক্তা। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশ এই অঞ্চলের বিভিন্ন অংশের উপর শাসনকার্য চালিয়েছিল, এবং মুসলমানদের ভারত বিজয় এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতিকে প্রভাবিত করেছিল। চালুক্য, চের, চোল, পল্লব, পাণ্ড্য, বিজয়নগর, রাষ্ট্রকূট, সাতবাহন, হৈসল ইত্যাদি দক্ষিণ ভারতের প্রধান রাজবংশ। ইউরোপীয় রাষ্ট্রগুলো কেরল হয়ে ভারতে প্রবেশ করেছিল এবং দক্ষিণ ভারত ক্রমে ব্রিটিশ, পর্তুগিজ ও ফরাসিদের উপনিবেশে পরিণত হয়েছিল।
ভারতের স্বাধীনতা লাভের অব্যবহিত পরের দশকের অস্থিতিশীলতা কাটিয়ে তিন দশক ধরে দক্ষিণ ভারতের রাজ্যগুলো জাতীয় গড়ের চেয়ে বেশি হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতের মিলিত স্থূল অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) সবচেয়ে বেশি। দক্ষিণ ভারতের মানব উন্নয়ন সূচক উচ্চ এবং এর অর্থনীতির বৃদ্ধির হার উত্তর ভারতের চেয়ে বেশি। ২০১১ সালে দক্ষিণ ভারতের স্বাক্ষরতার হার জাতীয় গড়ের তুলনায় বেশি। এখনকার প্রজনন হার ১.৯, যা ভারতের সমস্ত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন।
Remove ads
ইতিহাস
ভূগোল
রাজনীতি
প্রশাসনিক বিভাগ
দক্ষিণ ভারত সাধারণত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু ও তেলেঙ্গানা রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি ও লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। এই পাঁচ রাজ্য ও পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচিত সরকার রয়েছে, অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ কেন্দ্রীয়ভাবে ভারতের রাষ্ট্রপতি দ্বারা শাসিত।[৩]
জনপরিসংখ্যান
পরিবহন
অর্থনীতি
সংস্কৃতি ও ঐতিহ্য
স্বাস্থ্যসেবা
শিক্ষা
ক্রীড়া
আরও দেখুন
তথ্যসূত্র
গ্রন্থ ও রচনাপঞ্জি
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads