ওমান ক্রিকেট দল জাতীয় ক্রিকেট দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ওমানের প্রতিনিধিত্ব করছে। দলটি ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক পরিচালিত হচ্ছে। ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদনলাভকারী দলের মর্যাদা পায়। এরপর ২০১৪ সালে সহযোগী সদস্যের মর্যাদা লাভ করে। জাতীয় দলটি লিস্ট-এটুয়েন্টি২০ পর্যায়ে খেলে থাকে।

দ্রুত তথ্য সংঘ, কর্মীবৃন্দ ...
ওমান জাতীয় ক্রিকেট দল
Thumb
সংঘওমান ক্রিকেট বোর্ড
কর্মীবৃন্দ
অধিনায়কজিশান মাকসুদ
কোচদিলীপ মেন্ডিস
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাটি২০আই মর্যাদাপ্রাপ্ত সহযোগী সদস্য (২০০০ (অনুমোদনলাভকারী)
২০১৪ (সহযোগী))
আইসিসি অঞ্চলএশিয়া
বিশ্ব ক্রিকেট লিগপঞ্চম বিভাগ (২০১৬)
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক১০ জুলাই, ২০০২ ব ইউএই, দ্য পাদাং, সিঙ্গাপুর (দ্রষ্টব্য: অনূর্ধ্ব-১৭ দল ২০০১ সালে খেলে)
Thumb

ওডিআই ও টি২০আই জার্সি

১ ফেব্রুয়ারি, ২০১৫ অনুযায়ী
বন্ধ

ইতিহাস

দলটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিচালনায় টেস্ট মর্যাদাবিহীন দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। দলটি দুইবার এসিসি টুয়েন্টি২০ কাপে শিরোপা জয়লাভে সক্ষমতা দেখিয়েছে। বড় ধরনের প্রতিযোগিতা হিসেবে ২০০২ সালে এসিসি ট্রফিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। ঐ প্রতিযোগিতায় দলটি কেবলমাত্র কাতারের বিপক্ষে জয় পায় ও প্রথম রাউন্ডেই বিদায় নেয়। কিন্ত ২০০৪ সালে তারা ফাইনালে পৌঁছে ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে রানার-আপ হয়। এরফলে তারা ২০০৪ সালের আইসিসি ট্রফিতে খেলার যোগ্যতা লাভ করে। এছাড়াও এ ফলাফলে ২০০৬ সালের এশিয়া কাপেও তারা খেলার যোগ্যতা অর্জন করে। ২০০৪ সালের শেষদিকে বাহরাইনের সাথে টাই করে তারা মিডল ইস্ট কাপের শিরোপা লাভে সক্ষমতা দেখায়। এছাড়াও দলটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০১৪ সালের এসিসি প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করে। ২০০৫ সালে আইসিসি’র অনুমোদনলাভকারী সদস্য হবার পর আইসিসি ট্রফিতে প্রতিযোগিতা করে। নেপালে অনুষ্ঠিত ২০১১ সালের এসিসি টুয়েন্টি২০ কাপে অংশগ্রহণ করে। ২০১৩ সালে বিশ্ব ক্রিকেট লীগের তৃতীয় বিভাগে খেলে।

অধিকাংশ খেলোয়াড়ই ভারতপাকিস্তান থেকে অভিবাসিত ব্যক্তি। ২০১০ সালের হিসেব অনুযায়ী জাতীয় পর্যায়ের লীগে ৭৮০জন খেলোয়াড়ের মধ্যে মাত্র ১০০জন ওমানী নাগরিক যা প্রায় ১৩%।[1] এরফলে ক্রিকেটের বিস্তারকল্পে ক্লাব দল ও জাতীয় দলে কোটা প্রথার প্রচলন ঘটানো হয়েছে।

জুলাই, ২০১৫ সালে নামিবিয়ার বিপক্ষে জয়ের ফলে ওমান দল টুয়েন্টি২০ আন্তর্জাতিকের মর্যাদা পায়। পাশাপাশি ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।[2][3] ২০১৯ সাল পর্যন্ত আগামী চার বছর তারা নেপালকে হঁটিয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিকের মর্যাদা পায়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ

আইসিসি বিশ্ব টুয়েন্টি২০

বিশ্ব ক্রিকেট লীগ

  • ২০০৭ দ্বিতীয় বিভাগ: ২য় স্থান (৬ দল)
  • ২০১১ তৃতীয় বিভাগ: ৩য় স্থান (৬ দল)
  • ২০১৩ তৃতীয় বিভাগ: ৫ম স্থান (৬ দল) – অবনমন
  • ২০১৪ চতুর্থ বিভাগ: ৫ম স্থান (৬ দল) – অবনমন
  • ২০১৬ পঞ্চম বিভাগ: যোগ্যতা লাভ করে

আইসিসি ট্রফি/বিশ্বকাপ বাছাইপর্ব

  • ১৯৭৯-১৯৯৭: যোগ্যতা নেই - আইসিসি সদস্যবিহীন
  • ২০০১: যোগ্যতা নেই - আইসিসি সদস্য
  • ২০০৫: ৯ম স্থান (১২ দল)
  • ২০০৯: ১১শ স্থান (১২ দল)
  • ২০১৪: যোগ্যতা লাভ করেনি

আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব

  • ২০১২: ১৫শ (১৬ দল)
  • ২০১৪: যোগ্যতা লাভ করেনি
  • ২০১৫: ৬ষ্ঠ (১৪ দল)
  • ২০১৯: ৬ষ্ঠ (১৪ দল)
  • ২০২২: ৪র্থ (৮ দল)

এসিসি ট্রফি

  • ১৯৯৬-২০০০: অংশগ্রহণ করেনি
  • ২০০২: গ্রুপ পর্ব (৪র্থ ৫ দল)
  • ২০০৪: রানার-আপ (১৫ দল)
  • ২০০৬: ১১শ স্থান (১৭ দল)
  • ২০০৯ চ্যালেঞ্জ: চ্যাম্পিয়ন (৮ দল - উত্তীর্ণ)
  • ২০১০ এলিট: ৬ষ্ঠ স্থান (১০ দল)
  • ২০১২ এলিট: ৬ষ্ঠ স্থান (১০ দল)
  • ২০১৪ প্রিমিয়ার: ৪র্থ স্থান (৬ দল)
  • ২০১৪ চ্যাম্পিয়নশীপ: যোগ্যতা লাভ করে – প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি

এসিসি টুয়েন্টি২০ কাপ

  • ২০০৭: আফগানিস্তানের সাথে যৌথভাবে বিজয়ী (১০ দল)
  • ২০০৯: ৩য় স্থান (১২ দল)
  • ২০১১: ৩য় স্থান (১০ দল)
  • ২০১৩: গ্রুপ পর্ব (৪র্থ স্থান ৫ দল)
  • ২০১৫: ১ম স্থান (৬ দল)

এশিয়ান গেমস

  • ২০১০: যোগ্যতা লাভ করে – অংশগ্রহণ করেনি
  • ২০১৪: অংশগ্রহণ করেনি

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.