শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
অভিজিৎ (তারা)
বীণা তারামণ্ডলের একটি তারা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
অভিজিৎ (/ˈpɜːrsiəs, -sjuːs/; গ্রিক: Περσεύς) (ভেগা; আলফা লাইরী) আকাশের পঞ্চম উজ্জ্বল তারা। এটি বীণামণ্ডলীয় প্রথম তারা এবং উত্তর মহাকাশ গোলকের মধ্যে স্বাতী তারার পরেই দ্বিতীয় উজ্জ্বল তারকা। পৃথিবী থেকে অভিজিৎ তারার দুরত্ব প্রায় ২৫ আলোকবর্ষ। খৃষ্টপূর্ব ১২,০০০ সালের দিকে এটাই ছিল পৃথিবীর ধ্রুবতারা এবং আরও প্রায় ১৩,৭২৭ বছর পর আবার একই অবস্থায় উপনীত হবে। এ সময় এর বিষুব লম্ব (Declination ) হবে +৮৬°১৪'। তারাদের বর্ণালি নথিভুক্ত করার দিক দিয়ে এই তারার অবস্থান প্রথমে আর সূর্যের পরে এটাই কোনো তারকা যার ছবি তোলা হয়েছিল। লম্বন পরিমাপ পদ্ধতিতে যেসব তারার দূরত্ব পরিমাপ করা হয়েছিল অভিজিৎ নক্ষত্রটি তাদের অন্যতম। তারকাটি এর বিষুব অঞ্চলে প্রতি সেকেন্ডে ২৭৪ কি.মি. বেগ নিয়ে অতি দ্রুত আবর্তন করছে।
সুর্যের তুলনায় অভিজিৎ তারার বয়স প্রায় দশ ভাগ এর এক ভাগ হলেও সুর্যের মতই এটিও বর্তমানে এর জীবদ্দশার মাঝামাঝি সময়-এ অবস্থান করছে।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads