শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
অয়লারের অভেদ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
অয়লারের অভেদ হল একটি গণিতিক সমীকরণ। সুইস-জার্মান গণিতবিদ লিওনার্দ অয়লারের নামানুসারে নামকৃত করা হয়েছে। নিম্নরূপে তা প্রকাশ করা হলঃ

যেখানে,
- অয়লার সংখ্যা, স্বাভাবিক লগারিদমের ভিত্তি।
- কাল্পনিক একক, যা i2 = −1, কে সিদ্ধ করে,
- পাই, যা বৃত্তের পরিধি ও ব্যাসের অণুপাত।
অয়লারের অভেদকে অয়লারের সমীকরণও বলা হয়ে থাকে।
Remove ads
উৎপত্তি
সারাংশ
প্রসঙ্গ

অয়লারের অভেদ হল অয়লারের সূত্রের একটি বিশেষ ক্ষেত্রের জটিল বিশ্লেষণ থেকে, সেটি হলঃ
কোন বাস্তব সংখ্যা জন্য "x" । (ত্রিকোণমিতির ফাংশন sine এবং cosine রেডিয়ানে নেওয়া হবে, ডিগ্রীতে না।) বিশেদভাবে,
থেকে
এবং
এটি অনুসরণ করে যে
এবং আমরা পাই,
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads