শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
আলিপুর সদর মহকুমা
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
আলিপুর সদর মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাঁচটি প্রশাসনিক মহকুমার অন্যতম। জেলার জনসংখ্যার মোট ১৮.২৬% এই মহকুমায় বাস করেন।[৩]
Remove ads
প্রশাসনিক বিভাগ

আলিপুর সদর মহকুমা গঠিত হয়েছে পাঁচটি থানা, পাঁচটি সমষ্টি উন্নয়ন ব্লক, পাঁচটি পঞ্চায়েত সমিতি, ৪৩টি গ্রাম পঞ্চায়েত, ২৬৮টি মৌজা, ২৪৩টি জনবসতিপূর্ণ গ্রাম, ৩টি পৌরসভা ও ৩৬টি জনগণনা নগর নিয়ে। ২০১১ সালে এই মহকুমার অন্তর্গত পুরসভাগুলি হল বজবজ, মহেশতলা ও পূজালি এবং জনগণনা নগরগুলি হল জোকা (পরে কলকাতার অন্তর্ভুক্ত হল), ছোট কালিকাপুর, গন্যে গঙ্গাধরপুর, রামেশ্বরপুর, অসুতি, হাঁসপুকুরিয়া, কালুয়া, রামচন্দ্রপুর, সামালি, উত্তর রায়পুর, বলরামপুর, বুইটা, বেনজানহরি আচারিয়াল (পি), অভিরামপুর, নিশ্চিন্তপুর, বিড়লাপুর, চক কাশীপুর, চক আলমপুর, বোয়ালি, দক্ষিণ রায়পুর, পোয়ালি, দৌলতপুর, ভাসা, বিষ্ণুপুর, কন্যানগর, নহাজারি, নাদাভাঙা, কঙ্গনবাড়িয়া, বোরা গগনগোহালিয়া, চন্দনদহ, বড়কালিকাপুর, পাথরবেড়িয়া, রামকৃষ্ণপুর, আমতলা, কৃপারামপুর ও চক এনায়েতনগর।[৩][৪][৫][৬]
কলকাতা মহানগর অঞ্চল
২০১১ সালের জনগণনা অনুযায়ী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিম্নলিখিত পৌরসভা ও জনগণনা নগরগুলি কলকাতা মহানগরীয় অঞ্চলের অন্তর্গত: মহেশতলা (পৌ.), জোকা (জ.ন.), বলরামপুর (জ.ন.), ছোট কালিকাপুর (জ.ন.), বজবজ (পৌ.), নিশ্চিন্তপুর (জ.ন.), উত্তর রায়পুর (জ.ন.), পূজালি (পৌ.) ও রাজপুর সোনারপুর (পৌ.).[৭]
Remove ads
থানা
আলিপুর সদর মহকুমার অন্তর্গত থানাগুলির বিবরণ নিচে দেওয়া হল:[৩][৮]
সমষ্টি উন্নয়ন ব্লক

আলিপুর সদর মহকুমার অন্তর্গত সমষ্টি উন্নয়ন ব্লকগুলি হল:[৩][৯][১০]
গ্রাম পঞ্চায়েত
আলিপুর সদর মহকুমার পাঁচটি সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে মোট ৪৩টি গ্রাম পঞ্চায়েত আছে:[১১][১২]
- বিষ্ণুপুর ১ সমষ্টি উন্নয়ন ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: আমগাছিয়া, দক্ষিণ গৌরীপুর চকধীর, কুলেরদাড়ি, রসখালি, আঁধার মানিক, পানাকুয়া, ভান্ডারিয়া কাস্তেকুমারী, জুলপিয়া, পশ্চিম বিষ্ণুপুর, ক্যাওড়াডাঙা ও পূর্ব বিষ্ণুপুর।
- বিষ্ণুপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: বাখরাহাট, কঙ্গনবাড়িয়া, পাথরবেড়িয়া, জয়চণ্ডীপুর, চক এনায়েতপুর, খাগড়ামুড়ি, চণ্ডী, মৌখালি, রামকৃষ্ণপুর বোরহানপুর, গোবিন্দপুর কালীচরণপুর, নহাজারি ও পঞ্চানন।
- বজবজ ১ সমষ্টি উন্নয়ন ব্লক ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: বুইটা, মায়াপুর, রাজীবপুর, চিংড়িপোতা, নিশ্চিন্তপুর ও উত্তর রায়পুর।
- বজবজ ২ সমষ্টি উন্নয়ন ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: বুরুল, গজা পোয়ালি, নস্করপুর, সাতগাছিয়া, চকমানিক, কামরাবাদ, উত্তর বাওয়ালি, দক্ষিণ বাওয়ালি, ডোঙ্গারিয়া রাইপুর, কাশীপুর আলমপুর ও রানিয়া।
- ঠাকুরপুকুর মহেশতলা সমষ্টি উন্নয়ন ব্লক ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: জোকা ১, জোকা ২, অসুতি ১, অসুতি ২, চট্টা ও রসপুঞ্জ।
Remove ads
শিক্ষাব্যবস্থা
আলিপুর সদর মহকুমার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল:
- বজবজ কলেজ - ১৯৭১ সালে বজবজে প্রতিষ্ঠিত হয়।[১৩]
- বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি - ২০০৯ সালে বজবজের নিশ্চিন্তপুরে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমা, ডিগ্রী ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা চলে।[১৪][১৫]
- মহেশতলা কলেজ - ২০০৯ সালে মহেশতলায় প্রতিষ্ঠিত হয়।[১৬]
- শহিদ অনুরূপ চন্দ্র মহাবিদ্যালয় - ১৯৯১ সালে বুরুলে প্রতিষ্ঠিত হয়।[১৭]
- আশুতোষ কলেজ - ভাসায় দ্বিতীয় শিক্ষাপ্রাঙ্গন।
- বিদ্যানগর কলেজ - ১৯৬৩ সালে বিদ্যানগরে প্রতিষ্ঠিত হয়।[১৮]
Remove ads
স্বাস্থ্য পরিষেবা
সারাংশ
প্রসঙ্গ
আলিপুর সদর মহকুমার চিকিৎসাকেন্দ্রগুলি হল:
হাসপাতাল: (নাম, অবস্থান, শয্যাসংখ্যা)[১৯]
- এম. আর. বাঙ্গুর জেলা হাসপাতাল, টালিগঞ্জ, কলকাতা, ৬২০টি শয্যা
- বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, বেহালা, কলকাতা, ২৫৬টি শয্যা
- বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল, বাঘাযতীন, কলকাতা, ১০০টি শয্যা
- বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতাল, বিজয়গড়, কলকাতা, ১০০টি শয্যা
- গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতাল, গার্ডেনরিচ, কলকাতা, ৬৮টি শয্যা
- ইএসআই হাসপাতাল ও পেশাগত স্বাস্থ্যকেন্দ্র, জোকা, কলকাতা, ১৪৩টি শয্যা
- বড়িশা হাসপাতাল, বড়িশা, কলকাতা, ২০টি শয্যা
- এ. টি. ধর স্মৃতি হাসপাতাল, বজবজ, ২৮টি শয্যা
- বজবজ পৌর হাসপাতাল, বজবজ, ২৮টি শয্যা
- বজবজ ইএসআই হাসপাতাল, বজবজ, ৩০০টি শয্যা
গ্রামীণ হাসপাতাল: (নাম, সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা)[২০]
- আমতলা গ্রামীণ হাসপাতাল, বিষ্ণুপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক, আমতলা, ৫০টি শয্যা
- লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতাল, বজবজ ২ সমষ্টি উন্নয়ন ব্লক, বাখরাহাট, ৩০টি শয্যা
- বেনজানহরি আচারিয়াল গ্রামীণ হাসপাতাল, বজবজ ১ সমষ্টি উন্নয়ন ব্লক, বুইটা, ৩০টি শয্যা
ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র: (নাম, সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা)[২১]
- চণ্ডী-দৌলতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বিষ্ণুপুর ১ সমষ্টি উন্নয়ন ব্লক, নেপালগঞ্জ, ১০টি শয্যা
- সামালি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বিষ্ণুপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক, সামালি, (ডাকঘর - নহাজারি) , ১০টি শয্যা
- সরসুনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ঠাকুরপুকুর মহেশতলা সমষ্টি উন্নয়ন ব্লক, সরসুনা, ১৫টি শয্যা
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা (সমষ্টি উন্নয়ন ব্লক অনুযায়ী): (সমষ্টি উন্নয়ন ব্লক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান, শয্যাসংখ্যা)[২২]
- বিষ্ণুপুর ১ সমষ্টি উন্নয়ন ব্লক: জুলপিয়া (ডাকঘর - আঁধারমানিক) (৬টি শয্যা), আমগাছিয়া (ডাকঘর - নেপালগঞ্জ) (১০টি শয্যা)
- বিষ্ণুপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক: মৌখালি (ডাকঘর - চরশ্যামদাস) (৬টি শয্যা)
- বজবজ ১ সমষ্টি উন্নয়ন ব্লক: বিরাজলক্ষ্মী (ডাকঘর - পূজালি) (৬টি শয্যা), জামালপুর (৬টি শয্যা)
- বজবজ ২ সমষ্টি উন্নয়ন ব্লক: বুরুল (৬টি শয্যা), গজাপোয়ালি (ডাকঘর - পোয়ালি) (৬টি শয্যা)
এগুলি ছাড়া কলকাতার হরিদেবপুর (ডাকঘর - পশ্চিম পুটিয়ারি, ২টি শয্যা) ও গরফাতেও (৬টি শয্যা) প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।
Remove ads
আইনসভা কেন্দ্র
সারাংশ
প্রসঙ্গ
সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশানুসারে পশ্চিমবঙ্গের আইনসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসের পর আলিপুর সদর মহকুমার অন্তর্গত বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলির অধিভুক্ত এলাকাগুলির বিবরণ নিম্নরূপ:[২৩]
- বিধানসভা কেন্দ্র
- বজবজ ২ সমষ্টি উন্নয়ন ব্লক ও উক্ত ব্লকের অন্তর্গত সাতটি গ্রাম পঞ্চায়েত (বুরুল, চকমানিক, গজপোয়ালি, কামরাবাদ, নস্করপুর, রানিয়া ও সাতগাছিয়া) নিয়ে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র গঠিত।
- বজবজ ২ সমষ্টি উন্নয়ন ব্লকের অপর চারটি গ্রাম পঞ্চায়েত, বজবজ পুরসভা, পূজালি পুরসভা এবং বজবজ ১ সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে বজবজ বিধানসভা কেন্দ্র গঠিত।
- ঠাকুরপুকুর মহেশতলা সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত অসুতি ১, অসুতি ২, চট্টা ও রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং বিষ্ণুপুর ১ সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র গঠিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।
- কলকাতা পৌরসংস্থার ৬৬, ৬৭, ৯১, ৯২, ১০৭ ও ১০৮ নং ওয়ার্ডগুলি নিয়ে কসবা বিধানসভা কেন্দ্র গঠিত।
- কলকাতা পৌরসংস্থার ৯৬, ৯৯, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৯ ও ১১০ নং ওয়ার্ড নিয়ে যাদবপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
- কলকাতা পৌরসংস্থার ৯৪, ৯৫, ৯৭, ৯৮, ১০০, ১১১, ১১২, ১১৩ ও ১১৪ নং ওয়ার্ড নিয়ে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র গঠিত।
- কলকাতা পৌরসংস্থার ১১৮, ১১৯, ১২৫, ১২৬, ১২৭, ১২৮, ১২৯, ১৩০, ১৩১ ও ১৩২ নং ওয়ার্ড নিয়ে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র গঠিত।
- কলকাতা পৌরসংস্থার ১১৫, ১১৬, ১১৭, কলকাতা পৌরসংস্থার ১২০, ১২১, ১২২, ১২৩ ও ১২৪ নং ওয়ার্ড এবং ঠাকুরপুকুর মহেশতলা সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত জোকা ১ ও জোকা ২ গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র গঠিত।
- মহেশতলা পুরসভার ৮ এবং ১১ থেকে ৩৫ নং ওয়ার্ডগুলি নিয়ে মহেশতলা বিধানসভা কেন্দ্র গঠিত।
- মহেশতলা পুরসভার ১ থেকে ৭, ৯ ও ১০ নং ওয়ার্ড এবং কলকাতা পৌরসংস্থার ১৩৬, ১৩৭, ১৩৮, কলকাতা পৌরসংস্থার ১৩৯, ১৪০ ও ১৪১ নং ওয়ার্ড নিয়ে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র গঠিত।
- লোকসভা কেন্দ্র
- সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রগুলি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
- যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র দু’টি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
- কসবা, বেহালা পশ্চিম ও বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রগুলি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
Remove ads
বিশিষ্ট ব্যক্তিত্ব
- সৌরভ গঙ্গোপাধ্যায় - ক্রিকেটার ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
- মমতা বন্দ্যোপাধ্যায় - জননেত্রী ও তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা।
- উৎপল দত্ত - নাট্যব্যক্তিত্ব ও চিত্রাভিনেতা।
- প্রভাস রায় - স্বদেশী ও খিলাফত আন্দোলনে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব।
- আবদুল জব্বার (সাহিত্যিক) - বাঙালি কথাসাহিত্যিক।
- শ্যামাদাস চট্টোপাধ্যায় - পরমাণু বিজ্নানী।
- সেখ মনিরুজ্জামান - বিশিষ্ট সমাজ সেবক ও একজন গ্রাম্য চিকিৎসক।
Remove ads
পাদটীকা
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads