শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
এ. বি. এম. ফজলে করিম চৌধুরী
বাংলাদেশী রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
{{Infobox MP | honorific-prefix = | name = এ. বি. এম. ফজলে করিম চৌধুরী | honorific-suffix = | image = | image_size = | alt = | caption = | order = | office = | constituency = | parliament = | majority = | term_start = | term_end = | predecessor = | successor = | constituency1 = | parliament1 = | majority1 = | term_start1 = | term_end1 = | predecessor1 = | successor1 = | constituency2 = | term_start2 = ৫ জানুয়ারি ২০১৪ | term_end2 = ৬ আগস্ট ২০২৪ | predecessor2 = হাছান মাহমুদ | successor2 = | prior_term = | birth_date = ৬ নভেম্বর ১৯৫৪ | birth_place = রাউজান, চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান | alma_mater = চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | death_date = | death_place = | restingplace = | restingplacecoordinates = | birthname = | nationality = বাংলাদেশী | citizenship = | party = বাংলাদেশ আওয়ামী লীগ | otherparty =
| parents =
- ফজলুল কবির চৌধুরী (পিতা)
- সাজেদা কবির চৌধুরী (মাতা)
| spouse = রিজওয়ানা ইউসুফ (বি. ১৯৯০; বিচ্ছেদ. ২০০২)
| relatives =
- ফজলুল কাদের চৌধুরী (চাচা)
- সাকা চৌধুরী (চাচাতো ভাই)
- ফজলুর রহমান (খালু)
- সালমান এফ রহমান (খালাতো ভাই)
| relations = | children = ২ ছেলে | residence = চট্টগ্রাম | occupation = রাজনীতি ও ব্যবসা | known_for = | cabinet = | committees = | portfolio = | religion = | awards = | signature = | signature_alt = | website = | footnotes = | constituency_MP2 = চট্টগ্রাম-৬ | termstart3 = ১ অক্টোবর ২০০১ | termend3 = ২৬ অক্টোবর ২০০৬ | constituency_MP5 = চট্টগ্রাম-৫ | termstart5 = ২৯ ডিসেম্বর ২০০৮ | termend5 = ৩০ ডিসেম্বর ২০১৪ | predecessor3 = গিয়াস উদ্দিন কাদের চৌধুরী | successor3 = হাছান মাহমুদ
এ. বি. এম. ফজলে করিম চৌধুরী (জন্ম: ৬ নভেম্বর ১৯৫৪) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২][৩]
Remove ads
প্রাথমিক জীবন
ফজলে করিম চৌধুরী ৬ নভেম্বর ১৯৫৪ সালে চট্টগ্রামের রাউজানের গহিরার বক্স আলী চৌধুরী বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ফজলুল কবির চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা, প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশের সংসদ সদস্য। মাতা সাজেদা কবির চৌধুরী।[৩]
পারিবারিক জীবন
ফজলে করিম চৌধুরী ১৯৯০ সালে সাবেক মন্ত্রী ও আইনজীবী এ আর ইউসুফের মেয়ে আইনজীবী রিজওয়ানা ইউসুফকে (বি. ১৯৯০; বিচ্ছেদ. ২০০২) বিয়ে করেন। এই দম্পতীর ২ ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরী।
তার চাচা ছিলেন ফজলুল কাদের চৌধুরী। চাচাতো ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামে ফজলে করিমের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন।
Remove ads
রাজনৈতিক জীবন
সারাংশ
প্রসঙ্গ
এ.বি.এম.ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৬ আসন থেকে বিএনপির প্রার্থী চাচাতো ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন।[১]
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থী চাচাতো ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][৪]
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৫ আসন থেকে বিএনপির প্রার্থী চাচাতো ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।[১][৫]
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য মনোনীত হন। দশম জাতীয় সংসদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।[১][৬]
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হয়ে তিনি পুনরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।[১][৭]
তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৬ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[৮] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৯]
গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এ. বি. এম. ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।[১০]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads