শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ওয়ারশ চুক্তি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ওয়ার'শ চুক্তি (বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সহায়তার চুক্তি) সংক্ষেপে ওয়ারপ্যাক হিসেবে পরিচিত।[১] ওয়ার'শ স্নায়ুযুদ্ধ চলাকালীন কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের ৮ টি সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে গঠিত সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি। এটি ছিল কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনোমিক অ্যাসিসটেন্স বা (কমিকন) এর সাথে সামরিক দিক দিয়ে সম্পূরক। কমিকন ছিলো তৎকালীন কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রের আঞ্চলিক অর্থনৈতিক প্রতিষ্ঠান। ওয়ার'শ চুক্তিটি ১৯৫৫ সালে লন্ডন এবং ১৯৫৪ সালের প্যারিস সম্মেলন অনুসারে পশ্চিম জার্মানির ন্যাটোতে একীভূত হওয়ার প্রতিক্রিয়া হিসাবে তৈরি হয়েছিল।[২][৩][৪][৫] ওয়ার'শ চুক্তিটি ন্যাটোর ক্ষমতার ভারসাম্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরিবর্তে ন্যাটো এবং ওয়ার'শ এর মধ্যে সরাসরি কোন সামরিক দ্বন্দ্ব হয়নি, কিন্তু একে ওপরের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে লিপ্ত ছিল। ন্যাটো এবং ওয়ার'শ চুক্তি উভয়ই সামরিক বাহিনীর সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট ব্লকে তাদের একীকরণের দিকে পরিচালিত করেছিলো।[৬][৭]

Remove ads
তথ্যসূত্র
আরো পড়ুন
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads