শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কৃষ্ণ সাগর

একটি প্রান্তীয় সাগর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কৃষ্ণ সাগরmap
Remove ads

কৃষ্ণ সাগর হলো আটলান্টিক মহাসাগরের একটি প্রান্তীয় সাগর। এটি পূর্ব ইউরোপ, ককেসাসপশ্চিম এশিয়া দ্বারা বেষ্টিত এবং শেষ পর্যন্ত ভূমধ্যসাগরএজিয়ান সাগর এবং নানা প্রণালীর মাধ্যমে আটলান্টিক মহাসাগর-এর সাথে যুক্ত হয়। এটিকে বসফরাস প্রণালী মর্মর সাগর, ও দার্দানেলেস প্রণালী ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের সাথে সংযুক্ত করে। এই সাগর পূর্ব ইউরোপপশ্চিম এশিয়াকে বিভক্ত করে। কৃষ্ণ সাগর ক্রার্চ প্রণালী দ্বারা আজভ সাগরের সাথেও সংযুক্ত।

দ্রুত তথ্য কৃষ্ণ সাগর, স্থানাঙ্ক ...

কৃষ্ণ সাগরের আয়তন ৪,৩৬,৪০০ কিমি (১,৬৮,৫০০ মা) (আজভ সাগর বাদ দিয়ে),[] সর্বোচ্চ গভীরতা ২,২১২ মি (৭,২৫৭ ফু),[] এবং পানির আয়তন ৫,৪৭,০০০ কিমি (১,৩১,০০০ মা)[] কৃষ্ণ সাগর পূর্ব-পশ্চিমে উপবৃত্তাকার ভাবে বুলগেরিয়া, জর্জিয়া, রোমানিয়া, রাশিয়া, তুরস্ক এবং ইউক্রেন দেশগুলোর মাঝে বিস্তৃত। [] এটি দক্ষিণে পন্টিক পর্বতমালা, পূর্বে ককেসাস পর্বতমালা, উত্তরে ক্রিমিয়ান পর্বতমালা, দক্ষিণ-পশ্চিমে স্ট্রান্ডঝা পর্বত, পশ্চিমে বালকান পর্বতমালা, উত্তর-পশ্চিমে ডোব্রোজিয়া মালভূমি দ্বারা ঘিরে আছে। এর সর্বোচ্চ ব্যাপ্তি হলো দক্ষিণ থেকে পূর্বে ১,১৭৫ কিমি (৭৩০ মা)[]।এর চারিদিকে ওডেসা, সেভাস্টোপোল, সামসুন, ইস্তানবুলের মতো নানা গুরুত্বপূর্ণ শহর আছে। কৃষ্ণ সাগরের সীমান্তে ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, জর্জিয়া এবং রাশিয়ার মতো দেশগুলো আছে। এ সাগরে ভালো পানি ভারসাম্য বিদ্যমান। এর থেকে প্রতি বছরে গড়ে প্রায় ৩০০ঘন কিমি (৭২ঘন মাইল) পানি বসফরাস প্রণালীদারদানেলাস প্রণালীর মাধ্যমে এজিয়ান সাগরে নির্গমন হয়।

Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads