শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম শহরের স্থানীয় সরকার সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন
Remove ads

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের স্থানীয় সরকার সংস্থা, যা সার্বিকভাবে চট্টগ্রাম মহানগরীর পরিচালনের দায়িত্ব পালন করে থাকে।

দ্রুত তথ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ধরন ...
Remove ads

জনসংখ্যা

২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা ৩২,২৭,২৪৬জন। এর মধ্যে ১৬,৭৩,৬২৭ জন পুরুষ, ১৫,৫৩,২৫২ জন মহিলা এবং ৩৬৭ জন হিজড়া রয়েছে। এছাড়াও জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২০,৭৬৭ জন।[]

অবস্থান ও আয়তন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোট আয়তন ১৬০.৯৯ বর্গ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°১৩' থেকে ২২°২৭' উত্তর অক্ষাংশ এবং ৯১°৪০' থেকে ৯১°৫৩' পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবস্থান। এর উত্তরে হাটহাজারী উপজেলাসীতাকুণ্ড উপজেলা, দক্ষিণে আনোয়ারা উপজেলা, পূর্বে পটিয়া উপজেলা, কর্ণফুলী উপজেলা, বোয়ালখালী উপজেলারাউজান উপজেলা, পশ্চিমে সীতাকুণ্ড উপজেলাবঙ্গোপসাগর[]

ইতিহাস

সারাংশ
প্রসঙ্গ

১৮৬৩ সালের ২২ জুন 'চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি' গঠিত হয়। ১৯৮৪ সালে এর প্রশাসন ও কার্যক্রম পরিচালনার জন্য ১৮ জন কমিশনারের সমন্বয়ে পরিষদ গঠন করা হয়। সে সময়ে চট্টগ্রাম শহরের সাড়ে চার বর্গমাইল এলাকা উক্ত মিউনিসিপ্যালিটির আওতাধীন ছিল। প্রথমে ৪টি ওয়ার্ডে মিউনিসিপ্যালিটি বিভক্ত থাকলেও ১৯১১ সালে এ, বি, সি, ডি এবং ই নামে ৫টি ওয়ার্ড সৃষ্টি করা হয়। জে ডি ওয়ার্ড ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির প্রথম প্রশাসক এবং খান বাহাদুর আবদুচ ছত্তার ছিলেন প্রথম নির্বাচিত চেয়ারম্যান। পরবর্তীতে ত্রিশ বছর ধরে চেয়ারম্যান ছিলেন নূর আহমদ।

১৯৭৭ সালের ২৯ জুন চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির নাম পরিবর্তন করে 'চট্টগ্রাম পৌরসভা' নামকরণ করা হয়। চট্টগ্রাম পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ফজল করিম। এই পৌরসভার কাজ ছিল শহুরেদের কাছ থেকে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির হোল্ডিং ও জেটি কর, গৃহায়ণ কর, ভূমি কর এবং (১৮৯৬ সাল থেকে) পয়ঃনিষ্কাশন কর আদায় করা। ১৯০৬ সাল থেকে শুরু হয় ফেরি কর ও টোল কর আদায়। ১৯৫‌৬ সালে কর আদায়ের সাফল্যের জন্য চট্টগ্রাম পৌরসভার প্রথম সরকারি অর্থ সাহায্যের জন্য সরকারি অর্থ সাহায্যের তালিকায় নথিভুক্ত হয়।

১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম পৌরসভাকে 'চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনে' উন্নীত করা হয়। এই সময়ে এর আওতাধীন এলাকা হয় সর্বমোট ৬০ বর্গমাইল। প্রশাসক হিসেবে নিযুক্ত হন ব্রিগেডিয়ার মফিজুর রহমান চৌধুরী।

১৯৯০ সালের ৩১ জুলাই চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তিত করে 'চট্টগ্রাম সিটি কর্পোরেশন' নামকরণ করা হয়। সরকার কর্তৃক মাহমুদুল ইসলাম চৌধুরীকে মেয়র নিযুক্ত করা হয়। পরবর্তীতে ১৯৯৪ সালের প্রথম নির্বাচন পর্যন্ত মীর মোহাম্মদ নাছির উদ্দীন মেয়র হিসেবে দায়িত্ব পান। ১৯৯৪ সালের প্রথম নির্বাচনে এবিএম মহিউদ্দীন চৌধুরী মেয়র নির্বাচিত হন। সর্বশেষ ২০১৫ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দিন[]

সেবা সমূহ

সারাংশ
প্রসঙ্গ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন শহরে নাগরিক সেবা, মৌলিক অবকাঠামো পরিচালনা ও প্রদানের জন্য যে সকল কাজ করে থাকে:

আরও তথ্য বিভাগসমূহ, সেবা ...
Remove ads

বার্ষিক বাজেট

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১,৯৮১ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে।

ওয়ার্ডসমূহ

সারাংশ
প্রসঙ্গ
Thumb
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ডসমূহ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বর্তমানে ৪১টি ওয়ার্ড রয়েছে।

আরও তথ্য ক্রম নং, ওয়ার্ড নং ...
Remove ads

প্রশাসনিক এলাকা

সারাংশ
প্রসঙ্গ

১৯৭৮ সালের ৩০ নভেম্বর চট্টগ্রাম মহানগরীকে হাটহাজারী উপজেলার একটি ওয়ার্ড সহ আরো ৬টি মেট্রোপলিটন থানার অধীনে সর্বমোট ৪১টি ওয়ার্ডে বিভক্ত করা হয়।

পরবর্তীতে ২০০০ সালের ২৭ মে ৬টি মেট্রোপলিটন থানাকে বিভক্ত করে আরো ৫টি ও কর্ণফুলী নদীর দক্ষিণ-পূর্বাংশের ৮টি ইউনিয়ন (১টির আংশিক) নিয়ে গঠিত কর্ণফুলী থানাসহ সর্বমোট ৬টি নতুন মেট্রোপলিটন থানা গঠিত হয়।

২০১৩ সালের ৩০ মে তৃতীয় ধাপে ৭টি মেট্রোপলিটন থানাকে বিভক্ত করে নতুন আরো ৪টি মেট্রোপলিটন থানা গঠন করা হয়।[]

থানাসমূহ

চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে ১৬টি থানা রয়েছে।[][]

আরও তথ্য ক্রম নং, মেট্রোপলিটন থানা ...
বর্ধিত সিটি কর্পোরেশন
Remove ads

সিটি কর্পোরেশন নির্বাচন

২০২১ চসিক নির্বাচনী ফলাফল

আরও তথ্য দল, প্রার্থী ...

২০১৫ চসিক নির্বাচনী ফলাফল

আরও তথ্য দল, প্রার্থী ...

২০১০ চসিক নির্বাচনী ফলাফল

আরও তথ্য দল, প্রার্থী ...

২০০৫ চসিক নির্বাচনী ফলাফল

আরও তথ্য দল, প্রার্থী ...
Remove ads

প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রগণের তালিকা

সারাংশ
প্রসঙ্গ
মিউনিসিপ্যালিটি (২২ জুন, ১৮৬৩)
আরও তথ্য ক্রম নং, নাম ...

[]

পৌরসভা (নাম পরিবর্তন ২৯ জুন, ১৯৭৭)
আরও তথ্য ক্রম নং, নাম ...
মিউনিসিপ্যাল কর্পোরেশন (উন্নীতকরণ ১৬ সেপ্টেম্বর, ১৯৮২)
আরও তথ্য ক্রম নং, নাম ...
সিটি কর্পোরেশন (উন্নীতকরণ ৩০ সেপ্টেম্বর ১৯৮৯)[]
আরও তথ্য ক্রম, নাম ...

[১০]

Remove ads

শিক্ষাপ্রতিষ্ঠান

সারাংশ
প্রসঙ্গ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং পরিচালনার দায়িত্ব পালন করে।

বিশ্ববিদ্যালয়

  1. প্রিমিয়ার ইউনিভার্সিটি

কলেজ

  1. কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ
  2. চট্টগ্রাম কলেজ
  3. চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
  4. সরকারি সিটি কলেজ
  5. সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
  6. কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ
  7. কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ
  8. দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ
  9. পাঁচলাইশ এস. এম. নাছির উদ্দিন সিটি কর্পোরেশন কলেজ
  10. চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজ
  11. পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজ
  12. জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ
  13. চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ
  14. অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  15. ফতেয়াবাদ বহুমূখী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  16. কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  17. আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ
  18. হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ
  19. ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ
  20. ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাটস[১১]

মাধ্যমিক বিদ্যালয়

  1. নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  2. চট্টগ্রাম কলেজিয়েট স্কুল
  3. হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়
  4. ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  5. গভ. মুসলিম হাই স্কুল
  6. বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
  7. চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
  8. কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  9. নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়
  10. বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  11. কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়
  12. লামাবাজার এ. এ. এস. সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  13. কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  14. আলকরণ নুর আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  15. পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  16. চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  17. হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  18. জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  19. ছালেহ্ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  20. দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  21. হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  22. রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  23. ভোলানাথ মনোরমা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  24. সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  25. কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  26. রামপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  27. বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়
  28. পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়
  29. পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়
  30. পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়
  31. আলকরণ সুলতান আহমদ দেওয়ান সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  32. গোসাইলডাঙ্গা কে. বি. এ. এইচ. দোভাষ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  33. হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  34. পূর্ব মাদারবাড়ী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  35. পশ্চিম মাদারবাড়ী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  36. পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  37. বলুয়ারদিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  38. জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  39. বাগমনিরাম সিরিজা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  40. পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  41. ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  42. ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  43. পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  44. কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  45. পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  46. গুল-এজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  47. ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  48. কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  49. শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  50. পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  51. পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads